মাইক্রোসফট তাদের লাইভ ক্যাপশন ফিচারে যুক্ত করতে যাচ্ছে আরও কয়েকটি ভাষা। একই সাথে তারা জানিয়েছে ভাষা গুলো যোগ হতে কিছুটা সময়ও লাগতে পারে।
Microsoft Teams এর লাইভ ক্যাপশন ফিচারটি বধির শ্রবণশক্তি নেই এমন লোকদের জন্য এক কথায় দুর্দান্ত, তবে এতে একটা সমস্যা ছিল; ইংরেজি বাদে অন্য ভাষা সাপোর্ট করতো না। সুখবর হচ্ছে মাইক্রোসফট এই সমস্যাটি সমাধান করতে চাচ্ছে, তারা ইংরেজির পাশাপাশি Microsoft Teams এর লাইভ ক্যাপশনে যুক্ত করতে যাচ্ছে আরও কয়েকটি ভাষা।
সম্প্রতি এই খবরটি প্রকাশ পায় Microsoft 365 Roadmap এ। মাইক্রোসফ্ট তার পণ্যগুলি কীভাবে প্রস্তুত করছে তা জানার অন্যতম একটি উপায় হচ্ছে Microsoft 365 Roadmap। Microsoft 365 Roadmap আরেকটি দারুণ বিষয় আবিষ্কার হয়েছে সেটি হল Microsoft Teams এ আসতে চলেছে অফলাইন মেসেজিং সুবিধা।
অফলাইনে থাকা অবস্থায় আপনি শীঘ্রই মাইক্রোসফ্ট টিমে মেসেজ পাঠাতে পারবেন। আপনি অফলাইনে পাঠানো কোন বার্তা স্বয়ংক্রিয়ভাবে বিতরণ করবেন যখন আপনি অনলাইনে ব্যাক করবেন।
মাইক্রোসফট জানিয়েছে, এখন Teams এর মিটিং গুলোতে শুধু মাত্র লাইভ ক্যাপশন ইংরাজির হলেও। আমরা জার্মান, ফরাসী, স্পেনীয়, জাপানি, ব্রাজিলিয়ান পর্তুগিজ, এবং ডাচ এর মতো অতিরিক্ত কথ্য ভাষায় লাইভ ক্যাপশন চালু করব।
আপনিও যদি নতুন এই ফিচার সম্পর্কে আগ্রহী হোন তাহলে আপনাকে ২০২১ সালের জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ সর্বশেষ তথ্য অনুযায়ী মাইক্রোসফট তাদের এই আপডেট জুলাই এর দিকে প্রকাশ করবে বলেই জানা গেছে।
COVID-19 এর প্রভাব বিশ্বজুড়ে থাকায় মাইক্রোসফট যে পরিমাণ মুনাফা করে চলেছে তা নিয়ে অবাক হওয়ার কিছু নেই। কারণ সবাই বাড়ি থেকে কাজ করার সময় ব্যাপক ভাবে মাইক্রোসফটের পরিষেবা এবং হার্ডওয়্যারের উপর নির্ভর করছে।
হঠাৎ করে এবং বাড়ি থেকে কাজ করাতে কঠোর পরিবর্তনের কারণে, সফটওয়্যার জায়ান্টটির কাছে বিশ্বব্যাপী ব্যবহারের জন্য সঠিকভাবে পরিষেবাটি দিতে যথেষ্ট সময় ছিল না।
বিশ্বজুড়ে COVID-19 এর সূচনা হওয়ার সাথে সাথে মাইক্রোসফটের আন্তর্জাতিক ব্যবহারের জন্য Teams কে প্রস্তুত করতে প্রায় সময় লাগেনি। প্রতিযোগীদের আগেই দারুণ এই লাইভ ফিচার নিয়ে কাজ করে তারা আবার প্রমাণ করছে মাইক্রোসফট প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে নেই।
তবে এটিই মাইক্রোসফ্টের প্রতিদ্বন্দ্বীদের সাথে লড়াইয়ের একমাত্র উদাহরণ নয়। মাইক্রোসফট একই সাথে Zoom এর সাথে লড়াই করার জন্য আনলিমিটেড কলের সুবিধা চালু করেছে।
-
টেকটিউনস টেকবুম - ৩০ জানুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।