Lady and the Tramp, Dumbo, এবং Peter Pan এর মত কিছু ক্লাসিক সিনেমা শিশুদের জন্য রিমুভ করেছে Disney+।
সম্প্রতি জানা গেছে শিশুদের প্রোফাইলের জন্য কিছু ক্লাসিক মুভিকে নিষিদ্ধ করেছে Disney+। জানা গেছে কোম্পানির কিছু উল্লেখযোগ্য কাজ যেমন, Peter Pan এবং Dumbo দেখতে পারবে না শিশুরা। সিনেমা গুলো মানুষ বা সংস্কৃতির নেতিবাচক চিত্র ধারণ করে বলে সেগুলো শিশুদের জন্য অনুপযুক্ত বলে বিবেচনা করছে Disney+।
এর আগে ২০২০ সালের অক্টোবরে Disney+ তাদের কিছু মুভিতে কন্টেন্ট ওয়ার্নিং যুক্ত করেছিল। Aristocats, Dumbo, Peter Pan, এবং Swiss Family Robinson এর মত মুভি গুলোর ক্ষেত্রে এই ধরনের সতর্কীকরণ মেসেজ প্রদর্শন করানো হতো।
ইউজাররা নির্দিষ্ট কিছু মুভি প্লে করতে চাইলে তারা একটি সতর্কতা বর্তা প্রদর্শন করতো, তাদের সতর্কীকরণ মেসেজটি ছিল এরকম, "এই প্রোগ্রামে নেতিবাচক চিত্র এবং / বা ব্যক্তি বা সংস্কৃতিতে দুর্ব্যবহার অন্তর্ভুক্ত রয়েছে। এই স্টেরিও-টাইপগুলি তখন ভুল ছিল এবং এখনো ভুল। এই কন্টেন্টটি অপসারণ করার পরিবর্তে আমরা এর ক্ষতিকারক প্রভাবটি স্বীকার করতে করছি, এটি থেকে শিখতে এবং একসাথে আরও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ তৈরি করতে কনভারসেশন শুরু করতে চাই। Disney অনুপ্রেরণামূলক এবং অনুপ্রেরণামূলক থিম সহ গল্পগুলি তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ যা বিশ্বজুড়ে মানুষের অভিজ্ঞতার সমৃদ্ধ বৈচিত্র্যকে প্রতিফলিত করে"।
উদাহরণ সরূপ Dumbo সিনেমাতে কাক হত্যা দেখানো হয়, Aristocats এ একটি বিড়ালকে বর্ণবাদী পূর্ব এশীয় স্টেরিওটাইপ হিসাবে দেখান হয় এবং Peter Pan আদিবাসীদের সাংস্কৃতিক চিত্রকে উপস্থাপন করে এবং উপহাস করে।
কিছুদিন আগেও এই সমস্ত কন্টেন্ট Disney+ সকলের জন্য এভেইলেবল থাকলেও বর্তমানে শিশুদের প্রোফাইলের জন্য এগুলো নিষিদ্ধ করা হয়েছে। শিশুরা এই ক্লাসিক সিনেমা গুলোর এক্সেস পাবে না তারা এটি কেবল হোম স্ক্রিনেই পাবে না এমন নয়, সার্চ দিয়েও খুঁজে পাওয়া যাবে না সিনেমা গুলো।
আগে থেকেই প্লাটফর্ম গুলোতে বাচ্চাদের জন্য নির্দিষ্ট বয়সী কন্টেন্ট গুলো এক্সেসযোগ্য ছিল, ধরা যায় এই নতুন সিদ্ধান্ত তাদের পরবর্তী পদক্ষেপ।
করোনা লকডাউনে অন্যান্য স্ট্রিমিং প্লাটফর্মের মত ইউজার ব্যাপক ভাবে বৃদ্ধি পায় Disney+ এর। গত ২০২০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রাপ্তবয়স্ক প্রোফাইলের সাথে সাথে শিশু প্রোফাইলও কয়েকগুণ বৃদ্ধি পায়৷
তবে শিশু প্রোফাইলে এক্সেসযোগ্য না হলেও Disney+ এর স্ট্যান্ডার্ড প্রোফাইল থেকে সতর্কতা মেসেজ সহ দেখা যাবে উল্লেখিত ক্লাসিক সিনেমা গুলো।
-
টেকটিউনস টেকবুম - ৩০ জানুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।