Surface Duo এর ২০২১ আপডেট নিয়ে এসেছে মাইক্রোসফট

২০২০ সালের নভেম্বরের পর মাইক্রোসফট প্রথম বারের মত তাদের ডাবল স্ক্রিন Surface Duo এর আপডেট নিয়ে এসেছে।

যদিও Surface Duo বিশ্বকে পুরোপুরি অবাক করে দেয়ার মত কিছু ছিল না তারপরেও মাইক্রোসফট এই বিষয়ে হাল ছাড়েনি। সংস্থাটি সম্প্রতি জানুয়ারী ২০২১ সালের আপডেট নিয়ে এসেছে। জানা গেছে Surface Duo মালিকরা এই আপডেটের পর দারুণ কিছু পেতে চলেছে।

নতুন আপডেটের বিস্তারিত বিবরণ মাইক্রোসফটের সাপোর্ট ওয়েবসাইটে তুলে ধরা হয়। কিছু তথ্য নিম্নরূপ,

Surface Duo এর UI স্থিতিশীলতা উন্নত করা হয়েছে। নির্দিষ্ট পরিস্থিতিতে কনফারেন্স কলগুলোতে একজন কলার যুক্ত করার ক্ষমতা যুক্ত করা হয়েছে। স্পিকার মোড ব্যবহার করার সময় অডিও গুণমান উন্নত করা হয়েছে। টাচ সেনসিটিভটি আরও বাড়ানো এবং উন্নত করা হয়েছে।

স্থিতিশীলতার আপডেটগুলি ইউজারদের কাছে ছোট মনে হতে পারে তবে মাইক্রোসফটের পক্ষ থেকে আসলেই এক বিশাল পদক্ষেপ। রিলিজের পরেই ইউজাররা এর হার্ডওয়্যারে সমস্যা না পেলেও সফটওয়্যার গত সমস্যার সম্মুখীন হয়েছিল।

এই আপডেটের সাহায্যে, সফটওয়্যার জায়ান্ট আশা করছে ডিভাইসটিকে এবার ইউজাররা ভাল ভাবে গ্রহণ করবে। এবং বিশ্বজুড়ে পর্যালোচকদের মুগ্ধ করবে।

মাইক্রোসফট তাদের Surface Hardware Conference এ ২০১৯ সালের অক্টোবরে প্রথম বারের মত Surface Duo এর ঘোষণা করে৷ ফোল্ডেবল এই ডিভাইসটি নিয়ে মাইক্রোসফট ছিল বেশ আশাবাদী। তারা ২০২০ সালের সেপ্টেম্বরে ডিভাইসটি বাজারে ছাড়ে। মাইক্রোসফট তার বেশির ভাগ ডিভাইস Windows অপারেটিং সিস্টেমে বাজারে নিয়ে আসলেও Surface Duo নিয়ে আসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। প্রসেসর হিসেবে দেয়া হয় Qualcomm Snapdragon 855 এবং রাখা হয় ৬ জিবি র‍্যাম একই সাথে ছিল ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ ভার্সন। তবে ডিভাইসটি রিলিজের পর থেকে এর ইউজার রিভিউ বেশিরভাগ নেগেটিভ ছিল। হার্ডওয়্যার গত সমস্যা না হলেও সফটওয়্যার সমস্যা দেখা দেয় ডিভাইসটিতে। বলতে গেলে কিছুটা হতাশ হতে হয় মাইক্রোসফটকে। আর তাই ডিভাইসটির স্টেবিলিটি আপডেট নিয়ে এখন আশাবাদী মাইক্রোসফট।

যদিও Surface Duo এর জন্য জানুয়ারী ২০২১ আপডেটটি অল্প মনে হতে পারে, তবে এটি ডিভাইসটিকে ইউজাররা গ্রহণ করার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। এখন দেখার বিষয় স্টেবিলিটি বাড়ানোর পর বিদেশি ইউজাররা এটিকে গ্রহণ করে কিনা।

-
টেকটিউনস টেকবুম - ৩০ জানুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস