TikTok এর জায়েন্ট ক্লোন তৈরি করতে একটি TikTok ক্লোন (Byte) কিনে নিয়েছে অন্য আরেকটি ক্লোনকে।
Vine বন্ধ হবার পর অধিকাংশ ইউজাররাই TikTok এ মুভ হয়েছিল এবং ততদিন এটি বিশ্ব জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যায়। কিন্তু সম্প্রতি TikTok কে চ্যালেঞ্জ করতে এরই দুই প্রতিদ্বন্দ্বী এক সাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি জানা যায় TikTok এর অন্যতম প্রতিদ্বন্দ্বী Byte, অন্য এক প্রতিদ্বন্দ্বী Clash কে কিনে নিয়েছে। এই খবরটি প্রথম প্রকাশ পায় Medium এর একটি Post এ। Clash এর CEO Brendon McNerney ঘোষণা দিয়েছে, ক্রিয়েটদের জন্য বিশ্বকে আরও সুন্দর করতে এই দুই কমিউনিটি এক হতে যাচ্ছে।
ম্যাকনার্নি লিখেছেন তিনি Vine এর মাধ্যমে তাঁর সূচনা করেছিলেন, এবং Byte কে Vine এরই উত্তরসূরি হিসেবে দেখছেন। তাছাড়া, Vine এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন ডম হোফম্যান, তিনিও Byte কে পেছন থেকে নেতৃত্ব দিচ্ছেন। মনে হচ্ছে TikTok এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে তারা দুইজন আবার এক সাথে কাজ করবেন।
TikTok এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে প্রতিটি সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম আজ শর্ট-ফর্মের কন্টেন্ট নিয়ে আসতে চাইছে। ইতিমধ্যে অনেক সোশ্যাল মিডিয়ার পাশাপাশি Reddit ও একই পথে হাঁটছে তারা সম্প্রতি Dubsmash কে কিনে নিয়েছে।
বর্তমানে Clash এবং Byte অ্যাপ উভয়ই চালু আছে। যদিও Clash কে App Store এ পাওয়া যাচ্ছে না। তবে আপনার ফোনে এখনো Clash থাকলে আপনি এটি ব্যবহার করতে পারেন।
২০১৬ সালে Twitter, Vine কে বন্ধ করে দেয় এবং কেন সেই সময়ের জনপ্রিয় এই অ্যাপটি বন্ধ হয়েছিল সে ব্যাপারে তারা মুখ খুলে নি। এটি বিদায় নেয়ার পরেই ইউজাররা বিকল্প খুঁজতে থাকে এবং এরই আসলে TikTok এর সূচনা হয়। পরবর্তীতে সেই ইউজারদের কিছু অংশের দৃষ্টি-আকর্ষণ করে Byte এবং Clash।
Clash, ২০২০ সালের জুলাইতে অ্যাপ স্টোরে এর বিটা ভার্সন প্রকাশ করেছিল, যেখানে ব্যবহারকারীরা ২১ সেকেন্ডের ভিডিও প্রকাশ করতে পারতো। Byte তার পূর্বসূরির মতো ছয়-সেকেন্ডের লুপিং ভিডিও তৈরির সুযোগ করে দেয়। এবং এটিও জনপ্রিয় একটি শর্টফর্ম ভিডিও প্লাটফর্ম।
যাই হোক TikTok এর জনপ্রিয়তা সর্বকালের শীর্ষে। Clash এবং Byte, এখনো ছোট কমিউনিটি নিয়ে ডিল করে। তবে দুই কোম্পানির এই এক হওয়া আসলেই কি TikTok এর জনপ্রিয়তার উপর প্রভাব ফেলবে কিনা এটাই দেখার অপেক্ষা।
-
টেকটিউনস টেকবুম - ৩০ জানুয়ারি ২০২১
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।