Android এবং iOS ইউজাররা পাচ্ছে Microsoft Team অ্যাপের দারুণ ফিচার আপডেট

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

সম্প্রতি জানা গেছে মাইক্রোসফট তাদের  Microsoft Team অ্যাপ এর অ্যান্ড্রয়েড এবং iOS ভার্সনে ফিচার আপডেট নিয়ে এসেছে। নতুন আপডেটের পর অ্যান্ড্রয়েড ইউজাররা কলিং এ পাবে দুর্দান্ত অভিজ্ঞতা এবং iOS ইউজাররা পাবে Break Out Room ফিচার।

আপনি যদি স্মার্টফোনে  Microsoft Team অ্যাপ ইউজ করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুসংবাদ! আপনি জেনে খুশি হবে আপনার জন্য মাইক্রোসফট নিয়ে এসেছে একাধিক নতুন ফিচার। তবে আপনি কোন ফিচারটি পাবেন সেটা নির্ভর করবে আপনি কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন। ভিন্ন স্মার্টফোন ইউজাররা পেতে যাচ্ছে ভিন্ন ফিচার।

এই ধরনের আপডেটের খবর সর্বপ্রথম প্রকাশ করে OnMSFT। তারা প্রথমে এই আপডেট গুলো প্লে-স্টোর এবং অ্যাপ স্টোরে লক্ষ্য করেছে। উভয় আপডেট একই দিনে প্রকাশ পেলেও এতে আছে বৈচিত্র্যতা। আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হোন তাহলে আপনি অন্য Team একাউন্ট থেকে এখন কল রিসিভ করতে পারবেন। প্লে-স্টোরের What's New, সেকশনে দেখা যায়, "আপনি যে অ্যাকাউন্টে সক্রিয় রয়েছেন তা নির্বিশেষে আপনি সাইন ইন থাকা যেকোনো Team অ্যাকাউন্ট থেকে কল পাবেন"।

যারা পূর্বে  Microsoft Team কে কল করার ক্ষেত্রে ব্যবহার করতো তাদের জন্য এটি দারুণ খবর হতে পারে কারণ এখন তারা কল রিসিভ করতে পারবে স্মার্টফোনের মাধ্যমেও।

অন্যদিকে iOS ইউজাররা তাদের  Microsoft Team অ্যাপে পাবে Break Out Room ফিচার। যার মাধ্যমে বিভিন্ন পক্ষের মধ্যে আলাদা কনফারেন্সের ব্যবস্থা হবে।

এখানে বলে রাখা ভাল, Break Out Room হল এমন একটি ফিচার যেখানে ইউজারদের নির্দিষ্ট বিষয়ে আলোচনা করা জন্য ছোট ছোট গ্রুপে ভাগ করা হয়৷ অনলাইন ক্লাসের ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীদের আলোচনা করতে সাব গ্রুপে ভাগ করে দিতে পারে৷ একই সাথে Break Out Room নির্দিষ্ট সময়ের জন্যও হতে পারে। এই আপডেটের আগে iOS ডিভাইসের ইউজাররা এই ধরনের ফিচার ব্যবহার করতে পারতো না।

আপনি মাইক্রোসফ্ট টিমের অ্যান্ড্রয়েড বা আইওএস যে সংস্করণই ব্যবহার করুন না কেন, নতুন ফিচারের জন্য দ্রুত আপনার অ্যাপ আপডেট করুন।

Microsoft Team এর অন্যতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে ZoomZoom অ্যাপে আগে থেকেই এই সমস্ত ফিচার এভেইলেবল ছিল, হয়তো তাদের প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এবং ইউজারদের সবটুকু সেবা দিতেই মাইক্রোসফট এই ফিচার গুলো নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে।

-
টেকটিউনস টেকবুম - ২৯ জানুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস