ফেসবুক আপনার প্রাইভেসি নিরাপত্তার জন্য প্রশংসিত নাও হতে কিন্তু কখনো কখনো এটি এমন এমন ফিচার নিয়ে আসে যা আসলেই প্রশংসা পাবার যোগ্য। ফেসবুকের এমনই একটি প্রশংসনীয় উদ্যোগ হলে তাদের Drives ফিচার চালু করা। কোম্পানিটি সম্প্রতি Drives নামে এমন একটি ফিচার চালু করেছে যার মাধ্যমে ইউজাররা, খাদ্য, বস্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবে। ইউজারদের নিজস্ব Drives থাকার পাশাপাশি, ফেসবুকেরও থাকবে আলাদা একটি Drive যেটির মাধ্যমে উপকৃত হবে বিশাল একটি কমিউনিটি।
এই ফিচারটি ফেসবুকের Community Help hub এর সাথে কাজ করবে। Community Help hub প্রথম ২০১৭ সালে চালু হয়েছিল যা ব্যবহারকারীদের প্রাকৃতিক দুর্যোগ, বা অন্য অপ্রত্যাশিত ঘটনার বিপরীতে সাহায্য সংগ্রহে কাজ করে।
কোন Drives শুরু করতে, প্রথমে ফেসবুকের সার্চবারে গিয়ে সার্চ করুন “Community Help” লিখে সেখান থেকে “Request or Offer Help" ক্লিক করুন। আপনি “Create Drive” নামে একটি অপশন পাবেন। "Create Drive” এ ক্লিক করে আপনার প্রয়োজন অনুযায়ী ফর্মটি ফিল-আপ করুন।
অন্যরা যখন আপনার টিউন দেখবে তারা বুঝতে পারবে আপনার কি দরকার এবং কোন উদ্দেশ্যে আপনি এগুলো সংগ্রহ করতে চাচ্ছেন। আপনার ড্রাইভটি একই সাথে ফেসবুকের নিউজ-ফিড এবং Community Help hub উভয় জায়গায় শো করবে
ফেসবুক জানিয়েছে যে আসন্ন সপ্তাহগুলিতে আরও বেশি সুবিধার সাথে ফিচারটি চালু হচ্ছে। আশা করা যায় এই মহামারীতে সেটি কমিউনিটিতে সেবা পৌঁছে দিতে দারুণ ভূমিকা পালন করবে।
তবে ইউজাররা কি প্রত্যাশা করছে এবং সেগুলো, কোম্পানির কমিউনিটি স্ট্যান্ডার্ড এর সাথে ফিট হচ্ছে কিনা সে বিষয়টি অবশ্যই ফেসবুক রিভিউ করে দেখবে এবং বিষয়টি তদারকি করা হবে। ইতিমধ্যে ফেসবুক জানিয়েছে আপত্তিকর কোন Post সাথে সাথে সরিয়ে ফেলা হবে।
-
টেকটিউনস টেকবুম - ০৩ ডিসেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।