সেলফি সম্পর্কে নতুন করে হয়তো বলার কিছু নেই কিন্তু অনেকে হয়তো এর উৎপত্তি সম্পর্কে অবগত নয়। একটা সময় স্মার্টফোন গুলোতে ফ্রন্ট ক্যামেরা থাকতো শুরু মাত্র ভিডিও কলের জন্য ছবি তুলার জন্য তেমন উপযুক্ত ছিল না। কোন কোন স্মার্টফোনে সামনের ক্যামেরা দিয়েও ছবিও তুলা যেতো না, তখন মানুষ প্রাইমারি ক্যামেরা নিজেদের দিকে ঘুরিয়ে ছবি তুলতো। খুব সম্ভবত ২০০২ সালের দিকে Selfie ধারণাটি আসে। যাই হোক আস্তে আস্তে এটি দারুণ জনপ্রিয় হতে থাকে এবং এর পরবর্তী দৃশ্যপট আপনাদের সবারই জানা।
ইউজারদের ব্যাপক চাহিদা মাথায় রেখে দিন দিন আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সেলফিতে। একদল গবেষক Nerfie নামে নতুন এই সেলফি পদ্ধতি উদ্ভাবন করেছে যাকে তারা পরবর্তী প্রজন্ম সেলফি বলে উল্লেখ করেছে। নতুন এই প্রযুক্তিতে তুলা যাবে 3D সেলফি।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় এবং গুগল রিসার্চ থেকে গবেষকরা একটি নির্দিষ্ট মুহূর্তের সময়ের সাথে আরও বিস্তৃত স্ন্যাপ নেয়ার উপায় নিয়ে এসেছেন। 2D ইমেজের বদলে মানুষ এখন তুলতে পারবে 3D সেলফি ইমেজ, যেকেউ সেলফিতে থাকা ব্যক্তিকে দেখার পাশাপাশি দেখতে পারবে তার চারপাশে কি রয়েছে। সবচেয়ে মজার বিষয় হল Nerfie পদ্ধতি ব্যবহার করতে চাইলে আপনার ফোনের দামী বা এক্সক্লুসিভ কোন হার্ডওয়্যার দরকার হবে না, যেকোনো ক্যামেরা এনেভল স্মার্ট হলেই হবে।
আমরা অনেকে জানি 3D ইমেজ তুলতে হলে স্মার্টফোনের মধ্যে বিশেষ হার্ডওয়্যার দরকার হয় যেমন, LIDAR স্ক্যানার। তবে এই হার্ডওয়্যারের ফোন গুলো বেশ ব্যয়বহুল এবং সবার এক্সেসযোগ্য নাও হতে পারে। আর তাই Nerfie এর উদ্ভব। Nerfie তুলতে হলে আপনি আপনার ফোনের ক্যামেরা দিয়ে বিভিন্ন এঙ্গেল থেকে ভিডিও করবেন আর এটাই স্পেশাল সেলফিতে পরিণত হবে।
ভিডিও ডাটা থেকে 3D মডেল তৈরি করাকে বলা হয় Neural Radiance Fields (NeRF)। এর মাধ্যমে বিভিন্ন পাশ থেকে তুলে 2D ইমেজ গুলো ক্যালকুলেশনের মাধ্যমে 3D ইমেজে পরিণত করা হয়। তবে এই NeRF পদ্ধতিতে একটি অসুবিধা রয়েছে পুরো প্রক্রিয়া চলাকালীন যিনি ছবি তুলবেন তাকে স্থির থাকতে হবে। সব গুলো পাশের ছবি ক্যাপচার হওয়া পর্যন্ত আপনাকে স্থির থাকতে হবে।
ভিডিও নেওয়ার সময় কেউ নিজের সামনে স্মার্টফোনটি রেখে একাধিক এঙ্গেল থেকে স্থিরচিত্র নেয়া সহজ উপায়, তবে প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে বেশ কয়েক সেকেন্ড সময় নিতে পারে এবং এর অর্থ সাবজেক্ট ক্রমাগত চলমান থাকতে পারে, যদিও যথাসাধ্য চেষ্টা করে সঠিক ফলাফল পাওয়া সম্ভব। এটি সমাধানের জন্য, গবেষণা দলটি একটি নতুন পদ্ধতি তৈরি করেছে যেটিকে তারা Deformable Neural Radiance Fields (D-NeRF) বলছে। এই পদ্ধতিতে এটি ফ্রেমের মধ্যে পার্থক্য করতে পারে সাবজেক্ট গুলো কতটা স্থানান্তরিত হয়েছে এবং উপযুক্ত ক্যালকুলেশনের মাধ্যমে অতিরিক্ত অংশ বাদ দিয়ে সেরা 3D ইমেজটি নিতে পারে।
আশা করা যায় আসছে ভবিষ্যতে ইউজারদের মাঝে Nerfie বেশ জনপ্রিয়তা পাবে কারণ আমরা ইতিমধ্যে ফেসবুকে 3D ইমেজের ব্যবহার দেখতে পারছি। সোশ্যাল মিডিয়া ইউজাররা রেস্টুরেন্ট, হ্যাংআউটে নিজেদের আরও আকর্ষণীয় ভাবে তুলে ধরতে 3D ইমেজ ক্যাপচার করবে।
-
টেকটিউনস টেকবুম - ০৯ ডিসেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।