সম্প্রতি Xiaomi ঘোষণা দিয়েছে তারা আসছে বছর উৎপাদন করতে যাচ্ছে, তৃতীয় প্রজন্মের আন্ডার-ডিসপ্লে ক্যামেরা। Xiaomi যে প্রতিনিয়ত উদ্ভাবনী টেকনোলজি নিয়ে হাই-এন্ড স্মার্ট-ফোনের দিকে এগিয়ে যাচ্ছে এটা তারই প্রমাণ।
কোম্পানি সম্প্রতি তাদের আয়ের রিপোর্ট প্রকাশ করেছে। জানা গেছে ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে তারা ফোনের দাম বাড়িয়েছে ১১.৮% এর মতো। তাদের নতুন Mi 10 Ultra স্মার্ট-ফোন লঞ্চ করার মাধ্যমে বুঝা যাচ্ছে তারা হাই এন্ড ফোন মার্কেটে প্রবেশ করেছে।
জানা গেছে বিদেশের বাজারগুলিতে, ২০২০ এর দ্বিতীয় প্রান্তিকে Xiaomi এর প্রিমিয়াম, এবং ৩০০ ডলার বা তদূর্ধ্ব মূল্যের স্মার্ট-ফোনগুলির চালান ৯৯.২ বেড়েছে। ইউরোপের বাজারে ফোনের শিপমেন্ট বেড়েছে ৬৪% এর মত। পশ্চিম ইউরোপে এর স্মার্ট ফোন শিপমেন্ট বেড়েছে ১২৫.৯%।
Xiaomi এর হাই এন্ড প্রোডাক্ট স্ট্রেটেজি গুলো এসেছে এর প্রযুক্তিগত সাফল্য থেকে। 120w গ্রাফিন ব্যাটারির স্মার্ট-ফোন Mi 10 Ultra লঞ্চ করার অল্প সময়ের মধ্যেই গত ২৮ আগস্ট কোম্পানিটি ঘোষণা দিয়েছে তৃতীয় প্রজন্মের আন্ডার স্ক্রিন ক্যামেরা প্রযুক্তি। নতুন এই প্রযুক্তির মাধ্যমে ফোনে ক্যামেরাকে স্ক্রিনের ভেতরে পুরোপুরি লুকিয়ে রাখা যাবে।
প্রযুক্তি ক্যামেরাকে স্ক্রিনের বিন্দুর সাথে এমন ভাবে সমন্বয় করবে যে স্বাভাবিকভাবে ক্যামেরা দেখাই যাবে না।
প্রযুক্তিটির প্রথম প্রজন্ম ল্যাবে থাকলেও দ্বিতীয় প্রজন্মটি জন সম্মুখে আনা হয়। চেষ্টা অব্যাহত রেখেছিল Xiaomi এবং শেষ পর্যন্ত তারা, আন্ডার স্ক্রিন ক্যামেরার তৃতীয় প্রজন্মের মধ্যে, তাদের নিজস্ব পিক্সেল বিন্যাস এবং ক্যামেরা এলগোরিদম অপটিমাইজেশন করে এটিকে আরও উন্নত করে। জানা গেছে গেছে এর পারফরম্যান্স হবে গতানুগতিক ক্যামেরার মতই।
Xiaomi এর তৃতীয় প্রজন্মের আন্ডার-ডিসপ্লে ক্যামেরা টেকনোলজিতে ব্যবহৃত স্ব-বিকশিত পিক্সেল বিন্যাস, স্ক্রিনের সাব-পিক্সেলের ফাঁকা জায়গার মধ্য দিয়ে আলো প্রবেশ করাবে, যার ফলে প্রতিটি একক পিক্সেল, পিক্সেলের ঘনত্ব হ্রাস করা ছাড়াই সম্পূর্ণ RGB সাবপিক্সেল লে-আউট ধরে রাখতে পারবে।
বাজারের অন্যান্য সলিউশন গুলোর তুলনায় Xiaomi, Horizontal এবং Vertical পিক্সেলের সংখ্যা দ্বিগুণ করেছে। সুতরাং, ইন্টিগ্রেটেড ক্যামেরার উপরের অংশটিও ডিসপ্লের বাকী অংশের মতো একই Brightness, Color Gamut এবং Color Accuracy প্রদর্শন করবে।
তৃতীয় প্রজন্মের আন্ডার-ডিসপ্লে ক্যামেরাকে স্ক্রিনে আড়াল করতে এবং সেই অংশে আরও বেশি আলো প্রবেশ করতে তারা একটি বিশেষ সার্কিট ডিজাইন করেছে। তাদের বিশেষ এলগরিদমের মাধ্যমে প্রযুক্তিটি এতটা উন্নত করা হয়েছে যে সাধারণ ফ্রন্ট ক্যামেরা আর এর মধ্যে কোন পার্থক্য থাকবে না।
We’re proud to present the latest masterpiece from our Xiaomi engineers: 3rd Generation Under-Display Camera Technology! True full-screen displays are just around the corner! We're planning on putting this into mass production next year. Stay tuned! #InnovationForEveryone pic.twitter.com/DrKeL8wZUg
— Shou Zi Chew (@ShouZiChew) August 28, 2020
জানা গেছে Xiaomi এই প্রযুক্তিটি সামনের বছর তাদের স্মার্ট গুলোতে নিয়ে আসবে।
Xiaomi তিনটি নির্দেশিকা নীতির মধ্যে প্রথমটি হচ্ছে “Never cease to explore and innovate”। আর তাই Xiaomi বিভিন্ন উন্নত প্রযুক্তির প্রয়োগের সম্ভাবনাগুলি ক্রমাগত অনুসন্ধান করে চলেছে। একই সাথে কোম্পানির R&D বিনিয়োগগুলি বছরে বছরে বাড়ছে এবং Xiaomi প্রচেষ্টা বাজারেও সফল হচ্ছে।
সম্প্রতি প্রকাশিত তাদের Mi 10 Ultra ফোনটিতে রয়েছে অনেকগুলি শীর্ষস্থানীয় প্রযুক্তি যেমন, 120x AI Super Zoom, 120 Refresh Rate ও 10-bit Color Depth ডিসপ্লে, Triple Fast charging Structure এর 130W ওয়ার্ড, 50W ওয়ারলেস এবং 10W রিসার্ভ ওয়ারলেস চার্জিং।
দীর্ঘ সময় ধরে হাই এন্ড মোবাইল মার্কেট Cutting-edge প্রযুক্তি সন্ধান করছিল। আর Xiaomi এই দিক থেকে অনেক এগিয়ে গেছে কারণ, তারা নিয়ে এসেছে, 120x AI Super Zoom এবং আন্ডার স্ক্রিন ক্যামেরা প্রযুক্তি। আশা করা যায় Xiaomi তাদের এই প্রযুক্তি গুলো দিয়ে আসছে দিন গুলোতে হাই এন্ড মার্কেটে রাজত্ব করবে।
-
টেকটিউনস টেকবুম - ১৮ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।