Xiaomi সম্প্রতি ঘোষণা করেছে দারুণ তিনটি বাজেট স্মার্ট-ফোন

Xiaomi সম্প্রতি ঘোষণা করেছে দারুণ তিনটি বাজেট সেগমেন্ট স্মার্ট-ফোন৷ স্বল্প মূল্যে প্রিমিয়াম সব ফিচার সবাইকে ব্যবহারের সুযোগ করে দিতেই Xiaomi নিয়ে এসেছে Redmi 9, Redmi 9A, এবং  Redmi 9C  নামে তিনটি মডেলের স্মার্ট-ফোন।

তাদের প্রথম এন্ট্রি লেভেলের স্মার্ট-ফোনটি হল Redmi 9। যাতে থাকবে Quad ক্যামেরা সেটআপ। যা দিয়ে তুলা যাবে Wide-angle এবং Portrait ফটো। সৃজনশীল ফটোর জন্য ডিভাইসটিতে দেয়া হয়েছে, Kaleidoscope এবং Palm Shutter ফিচার।

ফোনটিতে আরও থাকছে 6.53’’ FHD+ Dot Drop ডিসপ্লে। যা দেবে ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে অভিজ্ঞতা। এটিতে আছে TÜV Rheinland Low Blue Light Certification এবং থাকবে Corning® Gorilla® Glass।

পারফরম্যান্স এর কথা বলতে গেলে ফোনটিতে থাকবে MediaTek Helio G80 SoC প্রসেসর যা দেবে ১০৭% অধিক কার্যক্ষমতা। ফোনটিতে আরও দেয়া হয়েছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট 5020mAh ব্যাটারি।

ফোনটির ডিজাইনও চমৎকার, Chic Gradient কালার ডিজাইনে ব্যাক পার্টে দেয়া হয়েছে Anti-Finger Print Ripple Texture। ক্যামেরা গুলোর পাশেই দেয়া হয়েছে এর ফিঙ্গার প্রিন্ট সেন্সর। যা ফোনটি ধরতে এবং আনলক করতে আরও সহজ করে দিয়েছে।

অন্যান্য ফিচারের মধ্যে Redmi 9 এ আছে, 3.5mm Headphone Jack, IR blaster, এবং NFC2। Redmi 9 এর মধ্যে ডুয়েল সিম সহ একই সাথে ব্যবহার করা যাবে microSD card।

ফোনটি বাজারে আসবে Carbon Grey, Ocean Green, এবং Sunset Purple এই তিনটি কালারে। ফোনটির 3GB+32GB ভার্সনের দাম পড়বে ১৭৭ ডলার এবং 4GB+64GB এর দাম পড়বে ২০০ ডলার।

ঘোষণা করা আরেকটি ফোন হচ্ছে, Redmi 9C। যাতে দেয়া হয়েছে 6.53” Dot Drop ডিসপ্লে এবং 5000mAh ব্যাটারি ক্যাপাসিটি। এতে যুক্ত করা হয়েছে MediaTek Helio G35 প্রসেসর সাথে গেমিং এর জন্য Octa-core Gaming Chipset। ক্রিস্টাল ক্লিয়ার ছবির জন্য ফোনটিতে আছে AI অপটিমাইজ Triple ক্যামেরা সেটআপ।

Redmi 9C এর 2GB + 32GB ভার্সনের দাম নির্ধারণ করা হয়েছে ১৪০ ডলার এবং 3GB + 64GB এর দাম পড়বে ১৬৮ ডলার।

Xiaomi সর্বশেষ এন্ট্রি লেভেল স্মার্ট-ফোন ফোনটি হল Redmi 9A। যাতে দেয়া হয়েছে 6.53” Dot Drop ডিসপ্লে, 5000mAh ব্যাটারি ক্যাপাসিটি যা ইউজারকে যথেষ্ট সন্তুষ্ট করতে পারবে। পারফরম্যান্স এর জন্য ডিভাইসটিতে আছে MediaTek Helio G25 এবং Octa-core Gaming Chipset। এতে আরও আছে AI অপটিমাইজড 13MP প্রাইমারি ক্যামেরা।

Redmi 9A এর 2GB + 32GB স্টোরেজের ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ১১৭ ডলার।

তিনটি ডিভাইসের স্পেসিফিকেশনঃ

*Redmi 9 *Redmi 9ARedmi 9C
Display6.53’’ FHD+ Dot Drop display

400 nit (typ) brightness

Color contrast ratio: 1500:1 (typ)

NTSC: 70% (typ)

TÜV Rheinland low blue light certification

Reading mode 2.0

Corning® Gorilla® Glass 3

6.53” HD+ Dot Drop display

400 nit (typ) brightness

Color contrast ratio: 1500:1 (typ)

TÜV Rheinland Low Blue Light certification

Reading mode

6.53” HD+ Dot Drop display

400 nit (typ) brightness

Color contrast ratio: 1500:1 (typ)

TÜV Rheinland Low Blue Light certification

Reading mode

Rear camera13MP wide-angle camera

8MP ultra-wide angle camera, 118° FOV

5MP macro camera

2MP depth sensor

13MP main camera13MP main camera

2MP macro camera

2MP depth sensor

Front camera8MP front camera5MP front camera5MP front camera
Dimension163.32 x 77.01 x 9.1mm164.9 x 77.07 x 9.0mm164.9 x77.07 x 9.0mm
ProcessorMediaTek Helio G80

12nm process technology

Oct-core CPU, up to 2.0 GHz

MediaTek Helio G25

12nm process technology

Octa-core CPU, up to 2.0 GHz

MediaTek Helio G35

12nm process technology

Octa-core CPU, up to 2.3 GHz

Weight198g194g196g
SecurityRear fingerprint sensor

AI Face Unlock

AI Face Unlock2AI Face Unlock2
Charging5020mAh (typ) battery

Supports 18W wired fast charging

10W in-box charger

5000mAh (typ) battery

Supports 10W wired charging

10W in-box charger

5000mAh (typ) battery

Supports 10W  wired charging

10W in-box charger

Network supportDual 4G standbyDual 4G standbyDual 4G standby
ConnectivityBluetooth 5.0

Multi-functional NFC2

IR blaster

Micro USB

3.5mm headphone jack

Dual mic2

Micro USB

3.5mm headphone jack

Supports multi-functional NFC2

SystemMIUI 11 based on Android 10MIUI 12 based on Android 10MIUI 12 based on Android 10
Variant3GB + 32GB, 4GB + 64GB2

Expandable storage up to 512GB

2GB+32GB

Expandable storage up to 512GB

2GB+32GB, 3GB+64GB

Expandable storage up to 512GB

Available colorCarbon Grey, Ocean Green, Sunset PurpleGranite Gray, Peacock Green, Sky BlueMidnight Gray, Sunrise Orange, Twilight Blue

সম্প্রতি তাদের বাজারে রাজত্ব করতে এক সাথে হাই এন্ড ফোন এবং বাজেট ফোন নিয়েও বেশ সচেতন। আশা করা যায় এই ফোন তিনটি গ্রাহকদের চাহিদা মিটাতে ভাল ভাবে কাজ করবে।

-
টেকটিউনস টেকবুম - ১৮ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস