বিশ্বের প্রথম গ্রহকদের জন্য Xiaomi নিয়ে এসেছে ফুল Transparent টিভি

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

Xiaomi তাদের 10 Year Anniversary launch ইভেন্টে Redmi K30 Ultra এর পাশাপাশি লঞ্চ করেছে Mi TV LUX Transparent Edition।

Mi TV LUX Transparent Edition হতে যাচ্ছে বিশ্বের প্রথম গন উৎপাদিত Transparent টিভি। টিভিটি edge-to-edge Transparent এর সাথে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে মনে হবে টিভিটি সম্পূর্ণ স্বচ্ছ। Xiaomi এমন কিছু করে দেখিয়েছে যা আগে মানুষ ফিকশনাল সিনেমাতেই কল্পনা করতে পারতো। Mi TV LUX Transparent Edition এর দাম নির্ধারণ করা হয়েছে ৭৪০০ ডলার।

Mi TV LUX Transparent Edition একই সাথে Cutting-edge Display Technology এবং ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের সংমিশ্রণ অফার করে। ভবিষ্যৎ টিভি গুলোর জন্য এটি দারুণ একটি ধারণা। টিভিটি বন্ধ করা হলে একে একটি স্বচ্ছ কাচের মত মনে হয়। এমনকি টিভিটি চালু থাকা অবস্থাও অপর পাশের সব কিছু দেখা যায়। টিভিটি এমন ভিজুয়াল এক্সপেরিয়েন্স দেবে যাতে মনে হবে ইমেজ গুলো বাতাসে ভাসছে।

গতানুগতিক টিভি গুলোর মত Mi TV LUX Transparent Edition এর মধ্যে নেই কোন ব্যাক প্যানেল। এর সকল প্রসেসিং ইউনিট দেয়া হয়েছে এর স্ট্যান্ডের মধ্যে।

যদিও এই প্রযুক্তিটি Xiaomi এর জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল তারপরেও তারা সকল বাধা পেরিয়ে এটি করে দেখিয়েছে, যারা নিজেকে পরিণত করেছে বিশ্বের প্রথম Transparent OLED TV এর গন উৎপাদনকারী হিসাবে। চীনে আরও OLED Basic Module (OBM)  উৎপাদনকারী থাকলেও এটি ইউজারদের জন্য উৎপাদন করতে যাচ্ছে Xiaomi

দুর্দান্ত এক ডিজাইনের পরেও এই টিভিতে যুক্ত করা হয়েছে ফ্ল্যাগ-শিপ লেভেলের হার্ডওয়্যার, আপগ্রেড করা হয়েছে সাউন্ড এবং পিকচার কোয়ালিটি।

Mi TV LUX Transparent Edition এ দেয়া হয়েছে 55″ transparent OLED panel যাতে থাকবে  150000:1 Contrast Ratio এবং Infinite Dynamic Contrast Ratio যা দেবে অতিরিক্ত Rich Blacks Brightness। DCI-P3 93% Color Spectrum সাপোর্টের মাধ্যমে এটি ইমেজকে করে তুলবে আরও জীবন্ত। মানব চক্ষু বুঝতে পারে এর চেয়ে 1.07 বিলিয়ন কালার যুক্ত করা হয়েছে দারুণ এই টিভিতে।

Mi TV LUX Transparent Edition এ আরও থাকছে 120Hz Refresh Rate এবং 120Hz MEMC টেকনোলজি যা গ্রাহককে দিবে আরও স্মুথ এক্সপেরিয়েন্স। গেমিং এর ক্ষেত্রে Latency ও দূর করবে।

প্রসেসর হিসেবে এতে দেয়া হয়েছে MediaTek 9650 কাস্টম টিভি চিপ সাথে আছে AI Master Smart Engine। এতে আরও যুক্ত করা হয়েছে ২০ টিরও বেশি অপটিমাইজেশন এলগোরিদম যা বিভিন্ন অবস্থায় গ্রাফিক রেজুলেশন রিফাইন করতে পারে এবং দিতে পারে Vibrant Picture।

Mi TV LUX Transparent Edition এ আরও দেয়া হয়েছে AI Master for Audio। যাতে ডিভাইস ডিটেক্ট করতে পারে এতে কি চালানো হচ্ছে এবং সেই অনুযায়ী সাউন্ড সেট করতে পারে। যেমন Mi TV LUX Transparent Edition টিভিতে, মুভি, মিউজিক, স্পোর্টস দেখা হলে তা সহজে ডিটেক্ট করতে পারে এই স্মার্ট টেকনোলজি। এতে একই সাথে সাপোর্ট করে Dolby Atmos®️।

টিভি ছাড়াও একটি আর্ট হিসাবে Mi TV LUX Transparent Edition কে 5.7mm ultra-thin বডি দিয়ে ডিজাইন করা হয়েছে। এটি শুধু মাত্র ঘরের জন্যই উপযুক্ত নয়, এটিকে ব্যবহার করা যাবে মিউজিয়াম, গ্যালারি, শপিং মল এবং থিয়েটারে।

Mi TV LUX Transparent Edition চলবে Xiaomi এর কাস্টম MIUI For TV অপারেটিং সিস্টেমে। এতে আছে Home page, Settings, My App অপশন। এতে আরও সাপোর্ট করবে Always-On Display যাতে ইউজার যেকোনো ইমেজ বা টেক্সট ব্যবহার করতে পারবে।

Mi টিভিগুলি ২০১৯ সালের প্রথম কোয়ার্টার থেকে ২০২০ সালের ২য় কোয়ার্টার পর্যন্ত টানা ছয়টি প্রান্তিকে, শিপমেন্টের দিক থেকে শীর্ষ স্থানে রয়েছে। গত সাত বছরে, চীনের প্রথম টিভি ব্রান্ড হিসেবে এর বার্ষিক শিপমেন্ট এক কোটি ইউনিট ছাড়িয়েছে।

Xiaomi এর টিভি গুলোর ক্ষুদ্রতম ডিজাইন এবং ফ্ল্যাগ-শিপ কনফিগারেশন সহ, Mi TV LUX Transparent Edition শাওমির প্রযুক্তিগত উৎকর্ষতার নিরলস সাধনাকে উপস্থাপন করে।

স্মার্ট ফোনের বাজারে Xiaomi বেশ জনপ্রিয়তা পাবার পর এর এমন একটি পদক্ষেপ আসলেই প্রশংসা যোগ্য। তাদের স্মার্ট ফোন গুলোর জন্য যেভাবে নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসছে তা আসলেই অবাক করার মত, যেমন তাদের সম্প্রতি ঘোষণা করা Xiaomi স্মার্ট ফোনটিতে একাধিক এমন ফিচার নিয়ে এসেছে যা আগে কেউ আনতে পারে নি যেমন, 120x AI Super Zoom, 120 Refresh Rate ও 10-bit Color Depth ডিসপ্লে, Triple Fast charging Structure এর 130W ওয়ার্ড, 50W ওয়ারলেস এবং 10W রিসার্ভ ওয়ারলেস চার্জিং।

Xiaomi এর Mi TV LUX Transparent Edition কনসেপ্টটা আসলে দারুণ, এই টিভি বাজারে নিয়ে আসা হলে সাধারণ ইউজাররাও এটি কিনতে পারবে। এখন পর্যন্ত এটি চীনে এভেলেবল হলেও কবে নাগাত বাংলাদেশ বা ভারতের দিকে আসবে তা এখনো বলা যাচ্ছে না।

-
টেকটিউনস টেকবুম - ১৮ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 455 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস