Xiaomi এর CEO, Lei Jun, Xiaomi Science and Technology Park এ অফিসিয়ালি লঞ্চের ঘোষণা করেছেন Mi 10 Ultra স্মার্ট-ফোনের। অসাধারণ এই ফ্ল্যাগ-শিপে দেয়া হয়েছে দুর্দান্ত সব ফিচার। ফোনটিতে দেয়া হয়েছে 120x AI Super Zoom, 120 Refresh Rate ও 10-bit Color Depth ডিসপ্লে, Triple Fast charging Structure এর 130W ওয়ার্ড, 50W ওয়ারলেস এবং 10W রিসার্ভ ওয়ারলেস চার্জিং। অডিও এবং ইমেজের জন্য এটি DXOMARK থেকে জিতে নিয়েছে ১৩০ পয়েন্ট। ফোনটি চীনে ১৬ আগস্ট থেকে ৭৮৪ ডলারে চীনের বাজারে ছাড়া হয়েছে।
Mi 10 Ultra ফোনটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে এর ফটোগ্রাফিতে, ফোনটিতে দেয়া হয়েছে 120x AI Super Zoom ক্যামেরা। Sony IMX586 সেন্সরের মাধ্যমে ফোনটিতে করা যাবে দুর্দান্ত ফটোগ্রাফি এমনকি সাপোর্ট করবে 4K ভিডিও, নেয়া যাবে নাইট শুট। ক্যামেরাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে এর 1.6μm, Four-in-One Super Pixel। এর Periscope ক্যামেরা Optical Image Stabilization (OIS) এর মাধ্যমে ছবিকে অতিরিক্ত ব্লার হওয়া থেকে বাঁচিয়ে করে তুলবে আরও পরিষ্কার। Mi 10 Ultra এর ক্যামেরা একই সাথে সাপোর্ট করে Viewfinder Mode, যা Zoom, 15x ছাড়িয়ে গেলে একটু ছোট প্রিভিউ উইন্ডো ওপেন করে।
Mi 10 Ultra ফোনটি ডিজাইন করা হয়েছে একটি 48MP Ultra-large Pixel প্রাইমারি ক্যামেরা দিয়ে। এর 1/1.32-inch Sensor পিক্সেল সাইজ বাড়াতে পারে 1.2μm পর্যন্ত। তাছাড়া Four-in-One Super Pixel এর মাধ্যমে এটিকে নিয়ে যাওয়া যায় 2.4μm এ। এর লাইট সেনসিভিটি এতটাই ভাল যে উচ্চ আলোতেও এটি স্বাভাবিক ইমেজ ধারণ করতে পারে। ল্যান্স টি 8 K ভিডিও সাপোর্ট করবে। এর প্রাইমারি ক্যামেরাতে আছে Dual Native ISO Fusion Dynamic টেকনোলজি সাথে চিপ লেভেল HDR, এবং HDR10 ভিডিও রেকর্ডিং যা HDR Ghosting কমাতে সাহায্য করবে।
প্রাইমারি ক্যামেরার পাশাপাশি এতে আরও আছে 128° Ultra-wide Angle লেন্স, যা দিয়ে তুলা যাবে, Portrait, Landscape এবং Architecture ফটোগ্রাফি। লেন্সটি বুস্ট করা হয়েছে 20MP এবং 12mm Focal Leanth দিয়ে, একই সাথে এটি বহন করে 12MP Sensor এবং সাপোর্ট করে 50mm Focal Length এর সাথে 2x অপটিক্যাল Zoom।
বর্তমান স্মার্ট-ফোন মার্কেটে Mi 10 Ultra এর ফটোগ্রাফি এবং ভিডিও ধারণ ক্ষমতা সবার সেরা।
স্মার্ট-ফোন শিল্পে প্রথম বারের মত Xiaomi নিয়ে এসেছে লেটেস্ট জেনারেশন Mi Turbo Charge যা একই সাথে সাপোর্ট করে, 130W ওয়ার্ড, 50W ওয়ারলেস এবং 10W রিসার্ভ ওয়ারলেস চার্জিং।
Mi 10 Ultra প্রথম গন উৎপাদিত স্মার্টফোন যা 120W Wired Fast Charging দিয়ে ডিজাইন করা হয়েছে, এতে আরও যুক্ত করা হয়েছে বৈচিত্র্যময় সব চার্জিং টেকনোলজি, এতে রয়েছে তিনটি চার্জিং মুড যেমন, Pump Charging, Direct Charging এবং Normal Charging। এটি একই সাথে এটি দেয় 98.5% Ultra-high Efficiency যাতে করে AC থেকে DC তে কনভার্ট হবার পর অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয় না, একই সাথে চার্জিং এর জন্য ফোন অতিরিক্ত গরমও হয় না। 120W এর স্ট্যান্ডার্ড Adapter টি মাত্র পাঁচ মিনিটে ফোনটিকে ৪১% চার্জ করে ফেলতে পারে, এবং ফুল চার্জ হতে সময় নেয় মাত্র ২৩ মিনিট।
ফোনটিতে 50W Wireless Charging টেকনোলজিটিও প্রথমবারের মত আনা হয়েছে যা মাত্র ৪০ মিনিটে ১০০% চার্জ করে ফেলতে পারে, এর গতি ওয়ারড চার্জিং এর মতই।
ফোনটির চার্জিং নিরাপদ রাখতে যুক্ত করা হয়েছে একাধিক সেফটি মেথড, ফোনটিতে প্রথম বারের মত দেয়া হয়েছে Graphene ভিত্তিক Li-ion ব্যাটারি যা 4500mAh এর সমপরিমাণ। ব্যাটারিটি ডিজাইন করা হয়েছে ডুয়েল সেল দিতে যার মাধ্যমে চার্জিং দ্রুত হয়। Fast Charging এর জন্য Mi 10 Ultra পেয়েছে TÜV Rheinland 3.0 সার্টিফিকেট।
দারুণ এই ফোন এসেছে 6.67” Curved OLED ডিসপ্লের সাথে এটি 1120nit ভ্যালুর সাথে দেবে 800nits ব্রাইটনেস। এতে দেয়া হয়েছে 5000000:1 Contrast Ratio এর সাথে 10bit Color Depth সাপোর্ট। চমৎকার ইমেজ কোয়ালিটির জন্য এটি 1.07 বিলিয়ন vivid কালার দিতে পারে। আলট্রা স্মুথ ইউজার এক্সপেরিয়েন্স এর জন্য এর ডিসপ্লেতে দেয়া হয়েছে 120Hz Display Refresh Rate এবং 240Hz Touch Sampling Rate।
এটির JNCD <0.63 এবং Delta-E <1, Color Accuracy দেবে TrueColor অভিজ্ঞতা যা প্রফেশনাল ডিজাইনারদেরও সন্তুষ্ট করার জন্য যথেষ্ট।
ডিসপ্লের Auto-Brightness ফিচারের জন্য এর সামনে এবং পেছনে দেয়া হয়েছে Ambient Sensor।
চমৎকার গেমিং এক্সপেরিয়েন্স দিতে ফোনটির টপ এবং বোটমে দেয়া হয়েছে ডুয়েল স্পিকার সিস্টেম, যা দিয়ে বিভিন্ন পাশের সাউন্ড গুলো ডিটেক্ট করা যাবে।
অসাধারণ ফ্ল্যাগ-শিপ অভিজ্ঞতা দিতে ফোনটি তৈরি করা হয়েছে Qualcomm® SnapdragonTM 865 chipset, LPDDR5, এবং UFS 3.1 দিয়ে। ফোনটির Vapor Chamber কুলিং সিস্টেমের মাধ্যমে অধিক সময় ব্যবহারের পরেও এর পারফরম্যান্স থাকবে স্ট্যাবল। ফোনটি AnTuTu তে জিতে নেয় ৬৬০, ০০০ পয়েন্ট।
ফোনটিতে দেয়া হয়েছে GameTurbo 4.0 উদ্ভাবনী গেমিং প্রযুক্তি, যার মাধ্যমে ইউজাররা GPU ড্রাইভের বিভিন্ন প্যারামিটার যেমন, Frame Rate, Resolution ইত্যাদি কাস্টমাইজড করতে পারবে। উচ্চ ক্ষমতার র্যামের জন্য ফোনটিতে Trail Mode এ গেম খেলা যাবে যা দিয়ে গেম ডাউনলোড দিয়ে গেম লঞ্চের সময় বাড়াবে ৪০% থেকে ৬০% এর মত। Trail এর পর ডিভাইসে গেমের অতিরিক্ত ফাইল না রেখের রিমুভ করে দেয়া যাবে।
১০ বছরের উদ্ভাবন এবং কারুশিল্পের পণ্য Mi 10 Ultra দেখতে Xiaomi এর স্মার্ট ক্লাসিক ডিজাইনের মতই। এটি তিনটি রঙে বাজারে আসবে, Obsidian Black, Mercury Silver এবং Transparent Edition, যা ডিভাইসের অভ্যন্তর উপাদানগুলির একটি রূপরেখা দ্বারা সজ্জিত করা হয়েছে।
Mi 10 Ultra, Xiaomi এর নতুন স্মার্ট কারখানার প্রথম প্রিমিয়াম স্মার্ট-ফোন মডেল। 18, 600km আয়তনের পরবর্তী প্রজন্মের কারখানায়, উৎপাদন পরিচালনা থেকে মেশিন প্রসেসিং, প্যাকেজিং এবং স্টোরেজ পর্যন্ত সকল কাজ হয় সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে।
এক মিলিয়ন ইউনিটের বার্ষিক উৎপাদন ক্ষমতা সহ, কারখানাটি নতুন প্রযুক্তি বিকাশ, প্রাক-গবেষণা প্রকল্পসমূহ, বেঞ্চমার্ক প্রযুক্তি উন্নয়ন এবং অটোমেশনের উপর আলোকপাত করে Xiaomi এর ফ্ল্যাগ-শিপ স্মার্ট-ফোনের জন্য তৈরি করা হয়েছে এটি।
বাজারে Mi 10 Ultra আসবে চারটি স্টোরেজ ভার্সনে যেমন, 8GB+128GB, 8GB+256GB, 12GB+256GB, এবং 16GB+512GB, দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে, ৭৮৪, ৮২৮, ৮৮৮, এবং ১০৫ ডলার। ফোনটি ১১ আগস্ট থেকে প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত ছিল এবং ১৬ আগস্ট থেকে চীনা বাজারে এসেছে।
Mi 10 Ultra | |
Display | 6.67″ OLED TrueColor curved display 19.5:9 aspect ratio, FHD+, 120 Hz refresh rate 240Hz touch sampling rate Color contrast ratio: 5, 000, 000:1 (typ) 800nit (HBM) / 1120nit (typ) Gamut: 100% DCI-P3, Color accuracy: ∆E <1.0, JNCD: <0.63 10-bit color depth TÜV Low-Blue Light Rheinland and HDR10+ certifications |
Color | Obsidian Black, Mercury Silver, Transparent Edition |
Dimensions | 162.38 x 75.04 x 9.45mm, 221.8g |
Processor | Qualcomm Snapdragon 865 KyroTM 585 CPU, Octa-core CPU, up to 2.84 GHz AdrenoTM 650 GPU |
Storage | LPDDR5 + UFS 3.1 Variants: 8GB+128GB, 8GB+256GB, 12GB+256GB, 16GB+512GB |
Cooling System | LiquidCool 2.0 vapor chamber + 6-stack graphite layer + graphene |
*Rear Camera * | 48MP ultra-clear primary camera 1/1.32” super sensor, 2.4μm 4-in-1 Super Pixels Supports OIS, f/1.85, 8P lens 120x digital zoom telephoto lens 20MP ultra-wide angle 128° camera 12MP portrait lens Up to 8K 24fps video recording AI 2.0, Night mode 2.0, ShootSteady video, Vlog mode, 960fps macro slow-motion video |
Front Camera | 20MP 1.8mm in-display selfie camera HDR, AI portrait selfies, AI scene detection, portrait video 720p 120fps slow motion video |
Connectivity | Wi-Fi 6, 5G MultiLink Multi-functional NFC and IR blaster USB Type-C |
Battery & Charging | 4, 500mAh (typ) battery2 120W wired and 50W wireless fast charging 10W reverse wireless charging TÜV Rheinland 3.0 certification for fast charging |
Audio | Dual stereo speakers Hi-Res Audio certification AI noise reduction |
Security | In-screen fingerprint sensor Face Unlock |
একই সাথে ফোনটির জন্য লঞ্চ করা হয়েছে একাধিক Accessories। যেমন, Mi 55W Wireless Charging Stand এবং Mi 20W Smart Tracking Charging Pad। এর Mi 55W Wireless Charging Stand টি সকল ওয়ারলেস চার্জিং সাপোর্ট করা ফোন গুলোতে কাজ করবে। এটি EPP স্পেসিফিকেশন ফাস্ট চার্জিং ও সাপোর্ট করবে। Mi 20W Smart Tracking Charging Pad টি স্বয়ংক্রিয়ভাবে যেকোনো ফোন ডিটেক্ট করতে পারবে এবং সে অনুযায়ী চার্জ দিতে পারবে। একই সাথে এটি দিয়ে এক সাথে দুটি ফোন চার্জ দেওয়াও সম্ভব।
চীনে Mi 55W Wireless Charging Stand টি কেনা যাবে ২৯ ডলারে এবং Smart Tracking Charging Pad টি কেনা যাবে ৭৩ ডলারে। একই সাথে Xiaomi, একটি Car Charger, ১৪ ডলারে অফার করছে। Xiaomi আরও নিয়ে এসেছে দুটি স্মার্ট-ফোন কেস যা কেনা যাবে ১৪ এবং ১০ ডলারে।
-
টেকটিউনস টেকবুম - ১৮ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।