VC Guide হল একটি নতুন ওয়েবসাইট যা কোনও অজানা সত্তা দ্বারা পরিচালিত হয়। এটি প্রতিষ্ঠাতাদেরকে 1-10 স্কেলে, তাদের ভেঞ্চার ক্যাপিটাল গুলোকে রিভিউ অথবা রেটিং দেয়ার সুযোগ দেয়।
প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের বেনামী রিভিউ পড়ার অইডিয়াটা খারাপ নয়।
সিলিকন ভ্যালি, যা ভেঞ্চার ক্যাপিটাল এবং বিশ্বের বৃহৎ টেক কোম্পানি গুলোর জন্য বিখ্যাত একটি স্থান। যেখানে অনেকে নিজের টাকায় বা অন্যের বিনিয়োগের মাধ্যমে আজকে বিলিয়নিয়ার।
রিভিউ গুলোতে দেখা যায় কিছু কিছু ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম অমানবিক রুল দিয়ে রেখেছে যা সংস্থাগুলির ক্ষতি করে, " কোনটিকে আবার বলা হচ্ছে "কিংবদন্তি" এবং কেউ কেউ কোন ভেঞ্চার ক্যাপিটাল ফার্মকে বলছে, "বিনিয়োগ সম্প্রদায়ের সত্যই একটি লুকানো রত্ন"।
অনলাইন নিউজ আউটলেট Business Insider এর প্রতিবেদনে বলা হয়েছে, তারা নির্দিষ্ট কোন প্রতিষ্ঠাতাদের চিহ্নিত করতে পারে নি। তবে একেকটা ভেঞ্চার ক্যাপিটাল সম্পর্কে রিভিউকারীদের ভিন্ন মতামত ছিল।
জানা যায় কোন কোন ভেঞ্চার ক্যাপিটাল সম্পর্কে, কেউ কেউ ইতিবাচক রিভিউ দিয়েছে আবার কেউ কেউ নেতিবাচক রিভিউ দিয়েছে।
বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম গুলো সম্পর্কে প্রকাশ করা মন্তব্য গুলোর মধ্যে ছিল,
"চরম দয়ালু, খুব সহায়ক. "
"বিনিয়োগের বিশ্বে অন্যতম একটি উদ্যোগ এন্টারপ্রাইজ SaaS "
"মোটেও সহায়ক নয় এবং সরাসরি মিথ্যা গর্বিত অতিরঞ্জিততার ঝুঁকিতে রয়েছে"
"সত্যিই শক্তিশালী হয়ে শুরু হয়েছিল. তারপরে সে কেবল ভুতুড়ে"
Business Insider, নতুন এই ওয়েবসাইট এর সাথে যোগাযোগ করতে চাইলে তারা সাড়া দেয় নি।
-
টেকটিউনস টেকবুম - ১৭ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।