যুক্তরাষ্ট্রের Customs and Border Protection (CBP), AirPods এর কপি ভেবে OnePlus এর ২০০০ OnePlus Buds বাজেয়াপ্ত করে দিয়েছে।
সম্প্রতি CBP জানায়, তারা হংকং থেকে নেভাদা যাওয়ার পথে নিউইয়র্ক সিটির একটি এয়ার কার্গো তে ২ হাজার নকল অ্যাপল AirPods আটক করেছে।
CBP তাদের টুইটার একাউন্টে এমন দুটি ছবি Post করেছে যেখানে দেখা যায় এগুলো ছিলOnePlus এর OnePlus Buds।
টুইটারের ইউজাররা বিষয় লক্ষ্য করে OnePlus এর নিজস্ব একাউন্ট উল্লেখ করে গুলো ফেরত দিতে এজেন্সির কাছে দাবী করে।
https://twitter.com/OnePlus_USA/status/1305366058501509121?ref_src=twsrc%5Etfw
ঘটনাটি সম্পর্কে পরিষ্কার হবার পর CBP এর একজন মুখপাত্র Business Insider এর কাছে এক বিবৃতিতে জানায়, অ্যাপলের ট্রেডমার্ক লঙ্ঘনের জন্য এমনটি করা হয়েছে। একই সাথে মুখপাত্র একটি আইন উল্লেখ করে, যা মার্কিন কোম্পানির ট্রেডমার্ক বহন করা পণ্যদ্রব্য আমদানিতে নিষিদ্ধ করে।
তিনি আরও জানান, একজন CBP আমদানি বিশেষজ্ঞ নির্ধারণ করেছেন যে Air Buds গুলো অ্যাপলের কনফিগারেশন অনুযায়ী তৈরি বলে OnePlus, অ্যাপলের ট্রেডমার্ক লঙ্ঘন করেছে।
CBP তার ঘোষণায় জানিয়েছিল, "হংকং থেকে নেভাদা যাওয়ার পথে নিউইয়র্ক সিটির একটি এয়ার কার্গো থেকে ২ হাজার নকল অ্যাপল AirPods আটক করা হয়েছে। CBP অনুমান করেছে যদি প্রোডাক্ট গুলো আসল হয় তাহলে AirPods গুলির খুচরা মূল্য ৩৯৮, ০০০ ডলার।
The Verge জানায়, যেহেতু এগুলো OnePlus Buds সুতরাং প্রতিটি ৯ ডলার করে ২, ০০০ ইউনিট মোট ১৫৮, ০০০ ডলার হবে।
CBP এমন ট্রেডমার্ক লঙ্ঘনের দাবী করেলেও, Apple, OnePlus এর বিরুদ্ধে কোন অভিযোগ করে নি।
-
টেকটিউনস টেকবুম - ১৬ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 470 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।