প্রযুক্তি প্রেমী এবং গেমার দের জন্য POCO লঞ্চ করেছে মিড রেঞ্জের দারুণ ফোন

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

প্রযুক্তি প্রেমী এবং গেমার দের জন্য POCO লঞ্চ করেছে তাদের দারুণ স্মার্ট-ফোন POCO X3 NFC। POCO X3 NFC এর হাই এন্ড স্পেসিফিকেশন একে আলাদা করেছে বাজারের অন্য যেকোনো ফ্ল্যাগ-শিপ ফোন থেকে। ফোনটিতে দেয়া হয়েছে Qualcomm এর নতুন এবং পাওয়ারফুল 700-series 4G, Snapdragon™ 732G  প্রসেসর। ফোনটির দারুণ 5160mAh ব্যাটারির মাধ্যমে ফোন একবার চার্জ দিলে সহজেই চলে এক থেকে দুইদিন। 120Hz+240Hz ডিসপ্লে দেবে বাজারের অন্য সকল ফ্ল্যাগ-শিপ গুলোর মতই দারুণ পারফরম্যান্স।

প্রসেসর

প্রতিদিনের ইউজ এবং গেমিং এর জন্য দারুণ ভাবে তৈরি করা হয়েছে Qualcomm এর 4G প্রসেসর এবং POCO X3 NFC এ Snapdragon™ 732G প্রসেসর ইউজারকে দেবে ভিন্ন অভিজ্ঞতা। গেমিং এর জন্য এতে দেয়া হয়েছে AI টেকনোলজি সহ, Kryo™ 470 octa-core CPU এবং Adreno™ 618 Elite গেমিং GPU। এতে আরও থাকছে Game Turbo 3.0।

ল্যাগ বিহীন পারফরম্যান্স এর জন্য এতে দেয়া হয়েছে LiquidCool Technology 1.0 Plus, যা ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে। POCO X3 NFC ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে Z-axis linear মটর যা দেবে ১৫০ টি ভাইব্রেশন মুড।

ডিসপ্লে

ফোনটিতে দেয়া হয়েছে 6.67” FHD+ DotDisplay  ডিসপ্লে সাথে আছে 120Hz Refresh Rate এবং 240Hz Touch Sampling Rate।

ডিসপ্লেটিতে আছে DynamicSwitch ফিচার যা স্বয়ংক্রিয়ভাবে 50, 60, 90 থেকে 120Hz Refresh Rate এ স্যুইচ হয়ে ফোনের পাওয়ার অপটিমাইজ করতে পারবে। এটি প্রয়োজন মত গেমিং বা অন্য ভারী কাজের জন্য Refresh Rate বাড়তে পারবে এবং রিডিং বা হালকা কাজের জন্য Refresh Rate কমিয়ে ফেলতে পারবে।

ফোনটির  240Hz Touch Sampling Rate বাজারের অন্যান্য ফোনগুলো থেকে দেবে ৩৩% দ্রুত রেসপন্স।

অডিও ও ক্যামেরা

ফোনটিতে আরও আছে Stereo Speakers। এতে একই সাথে 4cc-equivalent Upper Speaker এবং 1cc-equivalent Lower Speaker দেয়া হয়েছে। এর 0.5mm Vibration দেবে ক্রিস্টাল ক্লিয়ার মিউজিক এক্সপেরিয়েন্স।

POCO এর X3 NFC ডিভাইসে দেয়া হয়েছে Quad ক্যামেরা সেটআপ এতে আছে  একটি 64MP প্রাইমারি ক্যামেরা, একটি 13MP Ultra-wide Angle ক্যামেরা, একটি 2MP Macro ক্যামেরা এবং একটি 2MP Depth সেন্সর।

এর 64MP প্রাইমারি ক্যামেরায় থাকছে ƒ/1.89 Aperture এবং 1.6μm 4-in-1 Super Pixel যা দিতে পারবে আলট্রা ক্রিস্টাল ক্লিয়ার ইমেজ। 13MP Ultra-wide Angle ক্যামেরা যাতে থাকবে ƒ/2.2 Aperture এবং a 1.0μm Pixel Size, দিয়ে তুলা যাবে 119° ফিল্ড ভিউ ইমেজ। একই সাথে 2MP macro প্রাইমারি ক্যামেরার কর্ম ক্ষমতা আরও বাড়াবে।

 

ডিভাইসটির সামনের দিকে দেয়া হয়েছে  20MP ক্যামেরা যাতে থাকছে ƒ/2.2 Aperture এবং 1.6μm 4-in-1 Super Pixel যা দিয়ে তুলা যাবে দারুণ সেলফি।

এছাড়াও ফোনটিতে দারুণ সব ছবি পেতে দেয়া হয়েছে kaleidoscope, Gold Vibes Mode, Cyberpunk Mode, এবং AI Skyscaping 3.0 সহ আরও অনেক ফিচার।

যারা ভিডিও করতে ভালবাসে এই ফোনের AE/AF lock এবং Focus Peaking  ফিচার দিয়ে করতে 4K ভিডিও।

LOG/RAW সাপোর্ট এবং Vlog Mode ফিচারের মাধ্যমে হবে দারুণ ব্লগিং ভিডিও একই সাথে ফোনটিকে সেমি প্রফেশনাল ভিডিও মেকিং ওয়ার্ক স্টেশন হিসেবেও ব্যবহার করা যাবে।

ব্যাটারি

ফোনটি সকল কার্যক্রমের নিরবচ্ছিন্নতা নিশ্চিত করতে ফোনটিতে দেয়া হয়েছে 5160mAh ব্যাটারি। ফোনটির চার্জ মডারেট ইউজে চলে যাবে দুদিন। ফোনটিতে 33W ফাস্ট চার্জিং  যুক্ত থাকার জন্য মাত্র ৬৫ মিনিটে হয়ে যাবে ১০০% চার্জ এবং ৩০ মিনিটে ডিভাইসটি চার্জ হবে ৬২%।

দ্রুত চার্জিং এর জন্য ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে টেকনোলজি Middle Middle Tab (MMT)। গতানুগতিক ফোন গুলোতে বিদ্যুৎ ব্যাটারি মডিউলের নিচ থেকে উপরের দিকে প্রবাহিত হয় এজন্য চার্জ হতে সময় বেশি লাগে, কিন্তু MMT টেকনোলজিতে বিদ্যুৎ পরিবাহিত হয় ব্যাটারির মধ্যবর্তী মডিউল থেকে এতে করে একই সাথে মাঝ খান থেকে দুদিকে কারেন্ট স্থানান্তরিত হয়ে ফাস্ট চার্জিং নিশ্চিত হয়।

ফোনটিকে দুটি স্টোরেজ ভার্সনে তৈরি করা হয়েছে যেমন 6GB+64GB এবং 6GB+128GB। 6GB+64GB এর জন্য দাম নির্ধারণ করা হয়েছে ২২৯ ইউরো এবং  6GB+128GB এর দাম পড়বে 269 ইউরো।

POCO X3 NFC এর ফুল স্পেসিসিকেশনঃ

POCO X3 NFC
Display6.67” FHD+ LCD DotDisplay

20:9, 2400×1080, 395ppi

240Hz touch sampling rate

120Hz refresh rate

Color gamut: NTSC 84% (typ)

Contrast ratio: 1, 500:1(typ)

Brightness: 450 nits (typ) / 380 nits (min)

TÜV Rheinland Low Blue Light certification

HDR10

Wildvine L1 certified

ColorShadow Gray, Cobalt Blue
Dimensions165.3mm x 76.8mm x 9.4mm, 215g
Network SupportDual SIM standby3

Wi-Fi 5

ProcessorQualcomm® Snapdragon™ 732G

– Kyro™ 470 octa-core CPU,

– Adreno™ 618 GPU with select Elite Gaming features

StorageLPDDR4X RAM, UFS 2.1 storage
Cooling SystemLiquidCool Technology 1.0 Plus – Enlarged copper heat pipe + multiple layers of graphite, up to 6°C CPU temperature reduction
*Rear Camera *64MP+13MP+2MP+2MP quad camera

64MP main wide sensor

Sony IMX682, 1/1.73“ sensor, ƒ/1.89, 1.6μm 4-in-1 Super Pixel, 6P lens, PDAF

13MP ultra-wide angle sensor, 119° FoV, ƒ/2.2, 1.0μm

2MP macro sensor, ƒ/2.4, 1.75μm, 4cm

2MP depth sensor, ƒ/2.4, 1.75μm

Up to 4K 30fps, video recording, AI Skyscaping 3.0, Night Mode, ShootSteady video, Vlog mode

Front Camera20MP in-display front camera

ƒ/2.2, 1.6μm 4-in-1 Super Pixel

ConnectionMultifunctional NFC, IR blaster
SecuritySide-mounted fingerprint sensor
Battery & Charging5, 160mAh (typ) high-capacity battery

33W fast charging

33W in-box charger

USB Type-C

AudioDual Stereo Speakers

4cc-equivalent 1012 upper speaker, open cavity

1cc-equivalent 1216 lower speaker

Maximum speaker vibration amplitude: 0.5mm

Hi-Res audio certification

3.5mm headphone jack

MotorZ-axis linear vibration motor
SystemMIUI 12 based on Android 10
Storage Variants6GB+64GB

6GB+128GB

 

POCO,   Xiaomi Group এর অধীনে একটি স্বতন্ত্র স্মার্ট-ফোন ব্র্যান্ড যা ২০১৮ সালে স্মার্ট-ফোনের  ইন্ডাস্ট্রি প্রফেশনাল এবং উত্সাহী দল দ্বারা প্রতিষ্ঠিত হয়।

এটির প্রথম প্রকাশিত POCO F1 ফোনটি দ্রুত শিল্প প্রযুক্তিবিদ এবং মিডিয়াগুলির মধ্যে জনপ্রিয়তা পেয়ে যায়।

POCO এর মিশন এর অংশ হিসাবে, POCA এর লক্ষ্য হচ্ছে চূড়ান্ত কর্মক্ষমতা এবং ল্যাটেস্ট টেকনোলজি দিয়ে বৃহৎ ইউজার বেসে এর উদ্ভাবনী স্মার্ট-ফোন গুলো পৌঁছে দেয়া। তাদের শ্লোগান হল “Everything you need, Nothing you don’t”।

Xiaomi Group এর অধীনে একটি স্বতন্ত্র স্মার্ট-ফোন ব্র্যান্ড হবার পরেও POCO এর স্মার্টফোন গুলো দারুণ ভাবে গ্রহণ করা শুরু করেছে ইউজাররা। আশা করা যায় ভবিষ্যতে Xiaomi এর মতই POCO এর থাকবে বিশাল বাজার।

-
টেকটিউনস টেকবুম - ১৬ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 470 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস