Gartner সাম্প্রতিক একটি প্রতিবেদনে জানিয়েছে, বিগত বছরগুলিতে Google Cloud, মার্কেট শেয়ার এবং এর সক্ষমতার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভাবে এগিয়ে গিয়েছে, তবে প্রতিদ্বন্দ্বী অ্যামাজন এবং মাইক্রোসফটকে ধরতে তাদের আরও কিছু করতে হবে।
Gartner সম্প্রতি তার বার্ষিক Magic Quadrant রিপোর্ট প্রকাশ করেছে, যেখান ক্লাউড সার্ভিস গুলোর র্যাংকিং করা হলে, Amazon Web Services, Microsoft Azure, এবং Google Cloud এর মতো ক্লাউড পরিষেবাগুলি জায়গা পায়। Google Cloud যথাক্রমে Amazon Web Services এবং Microsoft Azure এর পরে তৃতীয় অবস্থানে ছিল।
Gartner জানায়, কার্যকর হওয়ার পর থেকে Google Cloud তার নিজস্ব শক্তিতে বাজারে প্রতিযোগিতা করছে। প্রতিবেদন আরও বলা হয়, ওপেন সোর্সে গেম চেঞ্জিং কিছু কন্ট্রিবিউশান রেখেছে Google Cloud, যেমন এর বহুল ব্যবহৃত ক্লাউড কম্পিউটিং প্রজেক্ট Kubernetes এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রজেক্ট TensorFlow এর মাধ্যমে Google Cloud জয় করে নিয়েছে হাজার হাজার ডেভেলপারদের মন।
Gartner এর গবেষণা পরিচালক Raj Bala জানিয়েছেন, এখনো কিছু গ্রাহক বৃহৎ ব্যবসায় ক্ষেত্রে Google Cloud কে গুরুত্বের সাথে বিবেচনা করে।
অন্যদিকে মাইক্রোসফটের এন্টারপ্রাইজ সেলিং এর বিশাল এক ইতিহাস রয়েছে একই সাথে Amazon এই দিক থেকে ফাস্ট মুভারের সুবিধা নিচ্ছে, কারণ তারাই প্রথম ক্লাউড বিজনেস শুরু করেছিল।
Raj Bala জানান, এন্টারপ্রাইজ সফটওয়্যার বা অনলাইন সার্ভিস বিক্রিতে মাইক্রোসফটের যে সুনাম রয়েছে তা গুগলের নেই, আর এটাই তাদের বিজনেসের অন্যতম বাধা। সুতরাং এন্টারপ্রাইজ গুলোকে গুগলের এখন বুঝানো উচিৎ যে তারাও বৈধ এবং কার্যকরী সফটওয়্যার বা অনলাইন সার্ভিস দিতে পারে।
Google Cloud এর ওপেন সোর্স বিষয়টি বাদেও গ্রাহকরা এর Big Data এবং Data Science এর সক্ষমতা গুলো জানে। এবং Anthos প্রতিষ্ঠার মাধ্যমে Google Cloud একটি হাইব্রিড ক্লাউডের দিকে ফোকাস করেছে, যা গ্রাহকদের Google Cloud ব্যবহার করার পাশাপাশি তাদের প্রাইভেট ডেটা সেন্টার গুলোও ব্যবহার করতে পারবে।
যখন মাইক্রোসফট হাইব্রিড স্ট্রেটেজি প্রচার করার মত একমাত্র ক্লাউড সার্ভিস ছিল। তখন Anthos, গুগলকে অর্থ ও টেলিযোগাযোগের মতো শিল্পগুলিকে আকর্ষণ করতে দারুণ ভাবে সহায়তা করতে পারে, যাদের কিছু তথ্য প্রাইভেট ডেটা সেন্টার গুলোতে রাখতে হয়।
তবে Raj Bala জানান, Google Cloud এর আরও পরিষ্কার করা উচিত যে Anthos এর মত সলিউশন গুলো কীভাবে বড় ব্যবসায়ী গ্রাহকদের সহায়তা করতে পারে।
গত বছর Google Cloud কয়েকবার বিতর্কিত হয়েছে। কয়েকবার Snapchat, Discord, G Suite এবং YouTube এর মত সার্ভিস গুলো সার্ভার সমস্যার সম্মুখীন হয়েছে।
তারপরেও Gartner এর গবেষণা পরিচালক Raj Bala বলেন, Google Cloud যদি তাদের সমস্যা গুলোর সমাধান করতে পারে তাহলে তারা বিশ্বব্যাপী বিশাল বিজনেস গ্রাহক পেতে পারবে।
-
টেকটিউনস টেকবুম -১৫ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।