ইউরোপে TikTok এর মাসিক ব্যবহারকারী ১০০ মিলিয়ন ছাড়িয়ে গেছে

TikTok এর ইউরোপীয় মহাব্যবস্থাপক Rich Waterworth একটি ব্লগ Post এ জানিয়েছেন TikTok এর পুরো ইউরোপ জুড়ে ১০০ মিলিয়নেরও বেশি মাসিক সক্রিয় ইউজার রয়েছে।

এর আগে অনলাইন নিউজ আউটলেট Business Insider এর এক সাক্ষাৎকারে Rich Waterworth বলেছিলেন যে ব্যবহারকারীর সংখ্যা দীর্ঘদিন ধরেই বাড়ছে। "

তিনি আরও জানান, "আমরা লক-ডাউনের সময় দেখেছি লোকেরা প্ল্যাটফর্মটি বিভিন্ন উপায়ে ব্যবহার করেছে।

Rich Waterworth জানিয়েছে ইউরোপের বাজার গুলোতে এই বৃদ্ধি বেশি ছিল।

চলমান বিভিন্ন বিতর্ক এবং যুক্তরাষ্ট্রে TikTok এর ব্যান ঠেকাতে এর প্রধান কোম্পানি ByteDance আগস্টে সিদ্ধান্ত নেয় তাদের যুক্তরাষ্ট্রের TikTok মালিকানা বিক্রি করে দেবে। প্রথম দিকে ট্রাম্প এই প্রস্তাবে রাজী না হলেও পরবর্তীতে যখন মাইক্রোসফট TikTok কেনার সিদ্ধান্ত নেয় তখন বিষয়টিতে মত দেন মার্কিন প্রেসিডেন্ট। একই সাথে ট্রাম্প TikTok বিক্রির সময়ও বেধে দেয়।

এই ধরনের চুক্তিতে TikTok এর মূল্য যখন ৩০ বিলিয়ন ডলারের কাছাকাছি তখন, চুক্তিতে এগিয়ে আসে,  মাইক্রোসফট,  Oracle এবং ByteDance এর বিভিন্ন বিনিয়োগকারী।

কোম্পানি গুলোর মধ্যে যখন কথা বার্তা চলছে এই সময় চীনের রপ্তানি আইনে বেশ পরিবর্তন আনা হয়। নতুন এই নীতির জন্য TikTok এর চুক্তিটি ধীর হয়ে যায় কারণ উল্লেখিত এলগোরিদম TikTok ব্যবহার করছিল আর এর TikTok এর বিশাল সফলতা এই এলগোরিদমে জন্যই।

ট্রাম্প যুক্তরাষ্ট্রে TikTok বন্ধের সময় সীমা দিয়েছিল আজকে পর্যন্ত এবং কোন কোম্পানির সাথে চুক্তি করলে সেটা বাড়ানো হয় ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

এদিকে Business Insider এর আগের রিপোর্ট অনুযায়ী TikTok এর ইউরোপীয় কর্মচারী এই বছরের শুরু থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৬০০ জন।

সম্প্রতি জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের TikTok পরিচালনা কিনে নিতে মাইক্রোসফট যে প্রস্তাব নিয়েছে সেটা রিজেক্ট করে দিয়েছে ByteDance এবং তারা এই ধরনের চুক্তির জন্য বেছে নিয়েছে Oracle কে।

-
টেকটিউনস টেকবুম -১৫ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস