সীমাবদ্ধ থাকবে PlayStation 5 এর সরবারহ

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

PlayStation 5 যখন এই নভেম্বরে বাজারে ছাড়া হবে তখনও এটি পাওয়া কঠিন হতে পারে।

Sony ঘোষণা দিয়েছে প্রি-অর্ডারের জন্য সীমিত পরিমাণে PS5 কনসোলের এভেইলেবল থাকবে।

জানা গেছে কনসোলটি প্রি-অর্ডার করতে আগ্রহী গ্রাহকদের জন্য সংস্থাটি একটি লটারি সিস্টেম চালু করেছে। এই পেজে গিয়ে ইউজাররা লটারিতে যোগ দিতে পারবে

Sony জানায়, তারা তাদের বিদ্যমান কিছু ইউজারকে বাছাই করবে যারা PlayStation 5 এর জন্য প্রি-অর্ডার দিতে পারবে, সেক্ষেত্রে তারা ইউজারের আগের এক্টিভিটি গুলো বিবেচনা করবে।

জানা গেছে ভিডিও গেম রিটেইলার GameStop এর মাধ্যমেও প্রি-অর্ডার করা যাবে PlayStation 5।

Sony এবং মাইক্রোসফটের  Next-gen গেম কনসোলের উৎপাদন কয়েক মাস ধরেই চলছে, PlayStation 5 এবং  Xbox Series X উভয়ই এই নভেম্বর বাজারে আসার কথা রয়েছে।

আসন্ন কনসোলটির জন্য Sony তার উৎপাদনের অনুরোধ দ্বিগুণ করেছে, জানা গেছে নির্মাতারা ২০২১ সালের মার্চ মাসে, ১০ মিলিয়ন PlayStation 5 কনসোল উৎপাদনের প্রত্যাশা করছে। পূর্বে উল্লিখিত উৎপাদন সংখ্যার তুলনায় এটি ১০০% বৃদ্ধি পেয়েছে।

উৎপাদন বৃদ্ধির অন্যতম কারণ ছিল এই করোনা মহামারীতে অধিকাংশ মানুষের বাড়িতে অবস্থান।

তবে দুর্ভাগ্যবশত উৎপাদন বৃদ্ধি পেলেও, আসছে কনসোলের সরবরাহ সীমাবদ্ধ থাকবে।

জানা গেছে PlayStation 5 এর দুটি ভার্সন থাকবে একটি হচ্ছে Standard PlayStation 5  যাতে থাকবে Ultra HD Blu-ray Disc Drive আরেকটি Digital Edition  যাতে Disc Drive থাকবে না।

দাম এখন পর্যন্ত পরিষ্কার না হলেও এর ফিচার গুলো ক্লিয়ার করা হয়েছে যেমন Standard PlayStation 5  ডিস্ক রিড করতে পারবে আর Digital Edition সেটি পারবে না।

তবে দুটি ডিভাইসের দামের কি পার্থক্য থাকবে তা এখনো নিশ্চিত ভাবে জানা যায় নি।

-
টেকটিউনস টেকবুম -১৪ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস