আইফোনের পরবর্তী সফ্টওয়্যার আপডেটের ফলে ইউজাররা কোন ধরনের থার্ড পার্টি অ্যাপ ছাড়াই পাবে Contact Tracing Technology ব্যবহারের সুযোগ। ইউজাররা সফটওয়্যার আপডেটের পর থেকে পেতে থাকবে COVID-19 সংক্রান্ত তথ্য।
গুগলের সহায়তায় অ্যাপল তাদের নিজস্ব Contact Tracing Technology ডেভেলপ করেছে। Contact Tracing সফটওয়্যার এর মাধ্যমে আইফোন ডিটেক্ট করতে পারবে আশেপাশে করোনা আক্রান্ত কেউ আছে কিনা। এখন অবধি, আইফোন ব্যবহারকারীরা জনস্বাস্থ্য কর্তৃপক্ষ কর্তৃক Contact Tracing অ্যাপ এর মাধ্যমে এই ধরনের সেবা পেতে পারতো।
পরবর্তী আইফোন আপডেট, iOS 13.7, এর মাধ্যমে আইফোন ইউজাররা এই সেবা ব্যবহার করতে পারবে। জানা গেছে ইতিমধ্যে ডেভেলপারদের জন্য iOS 13.7 এর বেটা আপডেট প্রকাশিত হয়ে গেছে। অ্যাপল তার আপডেট নোটে বলেছে, "iOS 13.7 আপনাকে Contact Tracing অ্যাপ ডাউনলোড করা ছাড়াই COVID-19 নোটিফিকেশন পেতে সাহায্য করবে। খবরটি প্রথম প্রকাশিত হয় 9to5Mac ব্লগে।
যাদের কাছে জনস্বাস্থ্য কর্তৃপক্ষের অ্যাপ্লিকেশন ইন্সটল করা নেই তাদের কিছু নির্দিষ্ট ফাংশন সীমাবদ্ধ থাকতে পারে। আপডেটে অ্যাপল জানিয়েছে নতুন আপডেটে কার্যকারিতা স্থানীয় জনস্বাস্থ্য কর্তৃপক্ষের সহায়তার উপর নির্ভর করবে।
অ্যাপল এবং গুগল বলেছে তারা কোনও স্বাস্থ্য সংক্রান্ত ডেটা জমা রাখবে না, এবং পরিবর্তে সরকারী সংস্থাগুলির উপর নির্ভর করবে। যার অর্থ দাড়ায় ইউজারদের এখনও করোনা পজিটিভ নিশ্চিত করার জন্য জনস্বাস্থ্য কর্তৃপক্ষের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে।
-
টেকটিউনস টেকবুম -১৪ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।