TikTok একটি স্টোর চালু করেছে যেখানে প্রথম অবস্থায়, ৪৫ ডলারের একটি টি-শার্ট এবং ৭০ ডলারের একটি হুডি রাখা হয়।
দুটি আইটেমের ডিজাইন করে গ্রাফিক্স ডিজাইনার Joshua Vides। দুটি আইটেমের সামনের দিকে লেখা হয়েছিল "Not Going Anywhere" এবং পিছনে "Here To Stay"।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চীনা মালিকানাধীন অ্যাপটি নিষিদ্ধ করা নিয়ে যখন এত আলোচনা তখন TikTok Store টি লঞ্চ করা হয়।
নিষেধাজ্ঞার প্রয়াস নিয়ে TikTok, মার্কিন সরকারের বিরুদ্ধে মামলাও করেছিল।
TikTok এর এক কর্মী LinkedIn এ ঘোষণা দেন আসছে দিন গুলোতে TikTok Store এ যুক্ত করা হবে আরও বৈচিত্র্যময় এবং আকর্ষণীয় পণ্য।
জানা গেছে TikTok এর CEO, Kevin Mayer পদত্যাগ করার সময় এই ফিচারটি চালু করে ByteDance।
এখানে উল্লেখ্য ট্রাম্প TikTok এর বিরুদ্ধে দুটি কার্য নির্বাহী আদেশে সাক্ষর করলে, এ ব্যাপারে মামলা করে TikTok আর তখনি নিজেকে রাজনৈতিক ঝামেলা থেকে দূরে রাখতে কোম্পানিটি থেকে সরে যাবার সিদ্ধান্ত নেন Kevin Mayer।
TikTok Store এর লিঙ্কগুলিতে ক্লিক করা হলে এটি ব্যবহারকারীদের NTWRK প্ল্যাটফর্মে নিয়ে যায়, এবং যেখান থেকে আইটেমগুলি সংগ্রহ করতে পারবে গ্রাহকরা।
-
টেকটিউনস টেকবুম -১৪ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।