জনগণকে দুবার ভোট দেওয়ার জন্য উত্সাহিত করা ট্রাম্পের ভিডিওগুলি সরিয়ে ফেলবে ফেসবুক।
সম্প্রতি সংস্থাটি Axios কে জানিয়েছে, রাষ্ট্রপতি ট্রাম্প জনগণকে দুবার ভোট দেওয়ার কথা বলার ভিডিও ফেসবুক তুলে নেবে।
ভিডিওতে রাষ্ট্রপতি ট্রাম্প পরামর্শ দিয়েছেন, উত্তর ক্যারোলিনার লোকদের প্রথমে Mail-in পদ্ধতিতে ভোট দেয়া উচিত, তারপরে ভোটকেন্দ্রে গিয়ে Mail-in ভোট তখনো কাউন্ট না হলে আবার ভোট দেওয়া উচিত।
ফেসবুকের এক মুখপাত্র Axios কে জানিয়েছে, "এই ভিডিওটি ভোটারদের জালিয়াতি নিষিদ্ধ করার নীতিগুলিকে লঙ্ঘন করেছে এবং রেকর্ডটি সংশোধন করে না শেয়ার করা হলে আমরা এটিকে সরিয়ে ফেলব"।
একই Post টুইটারে দেয়া হলে টুইটার টুইট গুলোকে নোটিস দিয়ে দেয় এবং ব্যবহারকারীদের সতর্ক করে যে এটি "নাগরিক এবং নির্বাচনের অখণ্ডতা" সংক্রান্ত প্ল্যাটফর্মের নিয়মগুলি ভঙ্গ করেছে
ফেসবুক আসছে নির্বাচন নিয়ে বেশ সতর্কতা মূলক ব্যবস্থা নিয়েছে, ইতিমধ্যে তারা Internet Research Agency এর সাথে সম্পর্কিত কয়েকটি পেজ কে সরিয়ে ফেলেছে। এবং কয়েক সপ্তাহ আগে ঘোষণা করে নির্বাচনের সাত দিন আগে নতুন কোন নির্বাচনী প্রচারণা গ্রহণ করা হবে না।
যদিও ফেসবুকের এই সিদ্ধান্তর সমালোচনা করেছিল ট্রাম্প নির্বাচন প্রচারণা কর্তৃপক্ষ।
-
টেকটিউনস টেকবুম -১৩ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।