সম্প্রতি Realme 7 এর বিক্রি শুরু হয়েছে ভারতে। ফোনটি পাওয়া যাচ্ছে Realme এর অফিসিয়াল ওয়েবসাইট এবং Flipkart এ।
Realme 7 এসেছে, Mist White এবং Mist Blue দুটি কালারে। এর দেয়া হয়েছে দুটি মেমোরি কনফিগারেশন। ফোনটির 6GB/64GB ভার্সনের দাম নির্ধারণ করা হয়েছে ১৪, ৯৯৯ রুপি এবং 8GB/128GB এর মূল্য ধরা হয়েছে ১৬, ৯৯৯ রুপি।
ফোনটিতে আছে 6.5" FullHD+ 90Hz LCD ডিসপ্লে এবং Helio G95 SoC। স্মার্ট ফোনটি Realme UI এর সাথে চলবে Android 10 অপারেটিং সিস্টেমে। এতে দেয়া হয়েছে ফাইভ ক্যামেরা সেটআপ। থাকছে ১৬ মেগাপিক্সেল ফেল্ফি ক্যামেরা, প্রাইমারি ক্যামেরা হিসেবে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সাথে থাকছে 8MP ultrawide, 2MP macro, এবং 2MP depth সেন্সর ইউনিট।
একই সাথে ফোনটিতে যুক্ত করা হয়েছে Side-Mounted ফিঙ্গার প্রিন্ট। ফোনটিতে আছে 30W ফাস্ট চার্জিং সহ 5, 000 mAh ব্যাটারি, চার্জের জন্য ফোনটিতে রাখা হয়েছে USB-C Port।
-
টেকটিউনস টেকবুম -১২ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।