ইউরোপীয় ইউনিয়নের একটি সাবমিশনে Apple এর বিরুদ্ধে দুটি অভিযোগ বর্ণনা করেছে ফেসবুক

ইউরোপীয় ইউনিয়নের একটি পরামর্শের ফর্মাল সাবমিশনে, Apple কিভাবে App Store চালায় সে সম্পর্কে বেশ কয়েকটি অভিযোগ দাখিল করেছেন ফেসবুক

আসন্ন Digital Services Act এ পরামর্শ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। Digital Services Act একটি প্রস্তাবিত নতুন আইন যা Apple, Facebook, Amazon, এবং Google এর মত যুক্তরাষ্ট্রের কোম্পানি গুলোর শক্তি নিয়ন্ত্রণ করবে।

ইউরোপীয় ইউনিয়নের পরামর্শ নথিতে উল্লেখ্য করা হয়, বড় বড় অনলাইন প্ল্যাটফর্মের ব্যবসায়ী ব্যবহার কারী হিসাবে, আপনি কি কখনো কোম্পানি গুলোর শর্ত সম্পর্কে কোন সমস্যার সম্মুখীন হয়েছেন?

ডেভেলপারদের Apple ইউজারদের কাছে পৌঁছানোর এক মাত্র পথ হচ্ছে App Store, এখানে ফেসবুক "হ্যাঁ" টিক দিয়েছে।

ফেসবুক জানায়, "যেকোনো ডেভেলপারদের মত আমরাও In-app Payment, গেমিং, লগইন টুল, অনলাইন বিজ্ঞাপণ ইত্যাদি ক্ষেত্রে Apple এর নীতি এবং টেকনিক্যাল কন্ট্রোলে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। প্রতিটি বিভাগে Apple নিজে সিদ্ধান্ত নিয়েছে যা তাদের বেশি অর্থ উপার্জন এবং অন্যের ক্ষতির দিকে ধাবিত করেছে"।

গত কয়েক সপ্তাহ ধরে এই দুই টেক কোম্পানির মধ্যে উত্তেজনা বাড়ছিল। সম্প্রতি মার্ক জাকারবার্গ তার এক সাক্ষাৎকারে Apple কে তদন্ত করা উচিৎ বলেও দাবী করেছেন।

ফেসবুক, ইউরোপীয় ইউনিয়নের সাবমিশনটিতে সম্প্রতি ঘটা দুটি বিতর্ক তুলে ধরে।

প্রথম বিতর্কটি ছিল ফেসবুকের গেমিং ফিচার নিয়ে। ফেসবুক অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য প্রথম Facebook Gaming ফিচার চালু করে। তার ঠিক চার মাস পরে ফিচারটি iOS এর জন্যও চালু করা হয়।

কিন্তু App Store ব্যতীত অন্য স্টোর-ফ্রন্ট থেকে গেম ডিস্ট্রিবিউট করা নিষিদ্ধ হবার জন্য, কোন গেম ছাড়াই এই ফিচারটি চালু করতে বাধ্য হয় ফেসবুক।

ফেসবুক জানায় Apple কখনো তাদের ছাড়া অন্য কোন সোর্স থেকে তাদের ডিভাইসে গেম খেলতে পারমিশন দেয় না। অন্য ডেভেলপাররা তাদের গেম iOS ইউজারদের কাছে নিয়ে যেতে পারে না। আর এই সুযোগে গেমিং ক্ষেত্রে Apple এর বিশাল বিজনেস তৈরি হয়েছে যেখানে যেকোনো গেমের এর ক্ষেত্রে Apple, ১৫ থেকে ৩০% কমিশন পায়।

ফেসবুকে তাদের দ্বিতীয় অভিযোগটি করে এড টার্গেটিং ব্লক নিয়ে। Apple কিছু দিন আগে একটি ঘোষণা দেয়, যেখানে বলা হয় তারা এমন একটি ফিচার চালু করবে যাতে ইউজারদের ডেটা ট্র্যাক করা যাবে না, যদি ইউজাররা না চায়।

ফেসবুক আগস্টে বলেছিল Apple এর ফিচারটি বিজ্ঞাপণ নেটওয়ার্ক গুলোর আয় ৫০% এর মত কমিয়ে ফেলতে পারে।

ফেসবুক আরও জানায়, তারা সম্প্রতি ভার্চুয়াল ইভেন্টের টিকেট কিনতে নতুন একটি ফিচার চালু করেছিল এবং Apple কে এই ফিচারের জন্য ফি মওকুফের অনুরোধ করে কিন্তু Apple তা প্রত্যাখ্যান করে দেয়।

শুধু ফেসবুকই নয় বেশ কয়েকটি কোম্পানি Apple এর In-app Payment নিয়ে অভিযোগ করেছে। কিছুদিন আগে Epic Games অভিযোগ করে তাদের Fortnite গেমে নির্ধারিত পেমেন্ট সিস্টেম না রাখার জন্য App Store থেকে সরিয়ে ফেলা হয়েছে গেমটি। গত বছর ইউরোপীয় ইউনিয়নে একই অভিযোগ করেছিল Spotify।

-
টেকটিউনস টেকবুম -১২ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস