বাংলাদেশ শীগ্রই পেতে যাচ্ছে প্রথম ব্লক-চেইন রেমিট্যান্স সিস্টেম

বাংলাদেশ শীগ্রই পেতে যাচ্ছে প্রথম ব্লক-চেইন রেমিট্যান্স সিস্টেম। যার মাধ্যমে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশীরা তাৎক্ষনিক তাদের রেমিট্যান্স পাঠাতে পারবে নিজ দেশে।

The Business Standard এর প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি Standard Chartered Bank (SCB), বাংলাদেশের জন্য ব্লক-চেইন ভিত্তিক আন্তঃ সীমান্ত রেমিট্যান্স পরিষেবা ঘোষণা করছে।

মালয়েশিয়ার রেমিট্যান্স সরবরাহ কারী Valyou এবং bKash এর সহযোগীয় এই নতুন সেবাটি ডেভেলপ করেছে Standard Chartered Bank। জানা যায় এটি Ant Group এর ব্লক-চেইন টেকনোলজি ব্যবহার করেছে।

নতুন ব্লক-চেইন রেমিট্যান্স সিস্টেম গুলোতে কাজ করার জন্য ২০১৮ সালে Standard Chartered Bank কে মূল অংশীদার ব্যাংক হিসাবে নিয়োগ দিয়েছিল Ant Group

যদিও বাংলাদেশের রেমিট্যান্স সার্ভিস গুলো পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে রয়েছে এর মধ্যে এমন খবর সত্যিই আনন্দের। এখন প্রবাসীরা Valyou থেকে বিকাশে সহজেই তাদের অর্থ দেশে পাঠাতে পারবে।

Standard Chartered Bank এর CEO, Naser Ezaz Bijoy জানান, রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যা লক্ষ লক্ষ পরিবারকে বাঁচিয়ে রেখেছে।

তিনি আরও জানান নতুন সেবাটির মাধ্যমে টাকা পাঠানো আরও সহজ হবে যা ২৪/৭ সার্ভিস দিতে পারবে।

-
টেকটিউনস টেকবুম -১২ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস