ফেসবুক চালু করছে Facebook Campus নামে নতুন ফিচার। কলেজ শিক্ষার্থীদের জন্য ফেসবুকের নতুন এই ফিচার কাজ করবে।
ফেসবুক অ্যাপে যুক্ত করা হবে শিক্ষার্থীদের জন্য Facebook Campus নামে আলাদা সেকশন। যেখানে শিক্ষার্থীরা তাদের জন্য আলাদা ক্যাম্পাস প্রোফাইল তৈরি করতে পারবে যা তাদের গতানুগতিক প্রোফাইল থেকে ভিন্ন হবে। যেকোনো ইউজারকে এই Facebook Campus এ রেজিস্ট্রেশন করতে হলে, শিক্ষাপ্রতিষ্ঠানের ইমেইল এড্রেস এবং গ্রাজুয়েশনের বছর অবশ্যই যুক্ত করে দিতে হবে।
রেজিস্ট্রেশন করার পর ইউজাররা পাবে শিক্ষা মূলক এবং ক্যাম্পাস নির্ভর একটি নিউজ-ফিড। এবং একই ক্লাসের শিক্ষার্থীদেরও খুঁজে পাওয়া যাবে সাজেশন লিস্টে। এখানে আরও থাকবে এডুকেশনাল চ্যাট সুবিধা।
ফেসবুক জানিয়েছে তারা এই সুবিধাটি যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু কলেজে চালু করা শুরু হয়েছে।
জানা গেছে Facebook Campus এ থাকবে না কোন পাবলিক ইভেন্ট বা গ্রুপ সুতরাং সাধারণ ইউজার Facebook Campus এর কোন কন্টেন্ট দেখতে পাবে না।
এর আগে প্রাথমিক ভাবে ২০০৪ সালে ফেসবুক এই ফিচারটি চালু করেই তাদের যাত্রা শুরু করেছিল।
যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য দেশ গুলোতে এই ফিচার চালু করা হবে কিনা এ ব্যাপারে ফেসবুক এখনো কোন পরিষ্কার ঘোষণা দেয় নি।
-
টেকটিউনস টেকবুম -১২ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।