সম্প্রতি জানা গেছে মার্কিন সরকার TikTok এর নিষেধাজ্ঞার ডেডলাইন বাড়ানোর কথা বিবেচনা করছে।
গত আগস্ট মাসে ট্রাম্প, ByteDance কে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত একটা সময় বেধে দেয়। ট্রাম্প ঘোষণা করে এই সময়ের মধ্যে TikTok যদি মার্কিন কোন কোম্পানির কাছে বিক্রি করা না হয় তাহলে যুক্তরাষ্ট্র থেকে এটিকে ব্যান করা হবে। কিন্তু bloomberg রিপোর্ট করেছে, মার্কিন সরকার এই সময় সীমা বাড়াতে পারে, কর্মকর্তারা এই নিষেধাজ্ঞা নিয়ে আবার বিবেচনা করতে পারে।
বিশ্ব ব্যাপী চলমান সিকিউরিটি ইস্যুতে TikTok কে চীনে ইউজারের ডেটা সংগ্রহের হাতিয়ার হিসেবে বিবেচনা করা হলে, বেশ কয়েকটি দেশে ব্যান করা হয়েছে জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং প্লাটফর্ম TikTok কে। একই সাথে যুক্তরাষ্ট্রে এটি ব্যান নিয়ে গত কয়েক মাস ধরে হচ্ছে নানা ধরনের সিদ্ধান্ত।
শেষ পর্যন্ত ByteDance, যুক্তরাষ্ট্রে তাদের বিজনেস অব্যাহত রাখতে সিদ্ধান্ত নেয় তাদের TikTok এর মালিকানা কোন মার্কিন কোম্পানির কাছে বিক্রি করে দেবে। ২০ থেকে ৫০ বিলিয়ন ডলার ভ্যালুয়েশনের এই কোম্পানিটিকে কিনে নিতে আগ্রহ প্রকাশও করেছিল মাইক্রোসফট এর মত বড় বড় টেক কোম্পানি।
কিন্তু হটাৎ করে চীনের নতুন রপ্তানি আইন TikTok এর চুক্তিটিকে থামিয়ে দেয় আর এজন্যই নিষেধাজ্ঞার সময় সীমা বাড়ানোর কথা দ্বিতীয়বার ভেবে দেখেছে মার্কিন সরকার কর্তৃপক্ষ।
-
টেকটিউনস টেকবুম -১২ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।