সূত্র জানিয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী Boris Johnson এর শীর্ষ উপদেষ্টা Dominic Cummings দাবি করছেন, no-deal Brexit যুক্তরাজ্যকে তার নিজস্ব ট্রিলিয়নিয়ার টেক চ্যাম্পিয়নকে অর্থায়ন করতে দেবে। এখানে উল্লেখ্য, কোন ধরনের প্রত্যাহার এগ্রিমেন্ট ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের সম্ভাব্য প্রত্যাহারটি ছিল no-deal Brexit।
Dominic Cummings এর মতে যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন নিয়ম থেকে মুক্তি দেবে no-deal Brexit, যা নির্বাচিত বিভিন্ন টেক কোম্পানিতে অর্থায়নে বাধা দেয়।
তবে বিভিন্ন সূত্র বলছে, এই ধরনের সিদ্ধান্ত নেয়ার আগে Dominic Cummings প্রযুক্তি শিল্পের সাথে পরামর্শ করে নি এবং এই, ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার চেয়ে, no-deal Brexit খাতটিকে বেশি ক্ষতি গ্রস্ত করবে।
জানা গেছে Dominic Cummings, যুক্তরাজ্যে নিজস্ব ট্রিলিয়নিয়ার টেক কোম্পানি প্রতিষ্ঠা করতে চাইছে। Cummings বিশ্বাস করে, তাকে ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপ ছাড়াই এটা করতে সাহায্য করবে no-deal Brexit।
-
টেকটিউনস টেকবুম -১২ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।