নেমে যাওয়ার একদিন পর Tesla এর স্টক আবার বেড়েছে

গত বুধবার Tesla এর স্টক বেড়েছে ১০% আর এর মাধ্যমে Elon Musk এর Tesla এর বাজার মূল্যায়নে যুক্ত হয়েছে ৩২ বিলিয়ন ডলার।

মঙ্গলবার Tesla এর শেয়ার ২১% নেমে যাওয়ার পর এর আবার প্রত্যাবর্তন শুরু হয়েছে। মঙ্গলবার Tesla তাদের মার্কেট ভ্যলুয়েশন থেকে হারিয়ে ফেলেছিল প্রায় ৮২ বিলিয়ন ডলার।

অন্যদিকে Apple, Amazon, এবং Alphabet সহ অন্যান্য টেক কোম্পানি গুলো সবুজ অবস্থানেই ছিল, যখন Nasdaq তিনটি ব্যবসায় দিনে ১০% হ্রাস করেছিল।

গত সপ্তাহে পাঁচ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি সম্পন্ন করার পর Tesla এর শেয়ারের এই ধরনের বৃদ্ধি ঘটে।

এর আগে Tesla  জানিয়েছিল তাদের চতুর্থ কার ফ্যাক্টরি স্থাপন করবে টেক্সাসের অস্টিনে। জানা যায় ঘণ্টা প্রতি ১৫ ডলারের মজুরিতে ৫, ০০০ হাজার শ্রমিক নিযুক্ত করা হবে নতুন এই ফ্যাক্টরিতে। আশা করা যায় নতুন এই ফ্যাক্টরির মাধ্যমে Tesla এর উৎপাদন ক্ষমতা বাড়ার সাথে সাথে এর শেয়ার বাজারের প্রভাব আরও বৃদ্ধি পাবে।

-
টেকটিউনস টেকবুম -১১ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস