Apple কে তদন্ত করা উচিত বলে মনে করেন মার্ক জাকারবার্গ

সম্প্রতি ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানান, Apple কে তদন্ত করা উচিত।

গত মঙ্গলবার Axios এর একটি ভিডিও সাক্ষাৎকারে এ ধরনের কথা বলেছে মার্ক জাকারবার্গ। সাক্ষাৎকারে জাকারবার্গকে যখন জিজ্ঞাস করা হয়, Apple  এর App Store টি একচেটিয়া কিনা? তখন তিনি উত্তর দেন, আমি মনে করি তাদের অ্যাপ এর ক্ষেত্রে তাদের একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে, এর সেই নিয়ন্ত্রণ সম্পর্কে লোকদের খোঁজ খবর নেয়া উচিত।

তিনি আরও বলেন, Apple তার অ্যাপ গুলো কিভাবে নিয়ন্ত্রণ করেন সে সম্পর্কে তদন্ত হওয়া উচিৎ, এই ধরনের এক তরফা নিয়ন্ত্রণ প্রতিযোগিতায় ক্ষতি করতে পারে।

একই সাথে তিনি গুগলের সুনাম করেছেন, যেখানে গুগল প্লে-স্টোর এর বাইরেও তাদের ফোনে অ্যাপ ইন্সটল দেয়ার পারমিশন দেয়।

তিনি বলেন, "আপনি একজন ডেভেলপার হলে, এবং প্লে-স্টোরে না থাকলেও আপনার অ্যাপ গুলো মানুষ ব্যবহার করতে পারে যা Apple এর ক্ষেত্রে হয় না।

সরকারি নিয়ন্ত্রকদের Apple এর নীতিগুলো তদন্ত করা উচিৎ কিনা, এই প্রশ্নের উত্তরে জাকারবার্গ বলেন, এই উত্তর দেয়ার আমি কেউ না, তবে সাম্প্রতিক ঘটনা গুলো বিভিন্ন প্রশ্ন তুলেছে, আমি মনে করি এটা অবশ্যই যাচাই যোগ্য।

সম্প্রতি Apple তাদের অ্যাপে পেমেন্ট সিস্টেম এড করার জন্য বেশ সমালোচিত হয়ে আসছিল। যেখানে যাদের যেকোনো অ্যাপ পেমেন্টের ৩০% তাদেরকে দিতে হয়। এমনকি গত ১৪ আগস্ট ফেসবুকের নতুন ফিচার যা ছোট ব্যবসায়ীদের সহায়তার জন্য চালু করে হয়েছিল, সেখানে ফি বাদ দেয়ার অনুরোধটিও অস্বীকার করেছিল Apple

গত বছর Apple এর এমন আচরণে ইউরোপীয় ইউনিয়নের কাছে একটি অ্যান্টি-ট্রাস্ট তদন্তের অনুরোধও করেছিল Spotify

-
টেকটিউনস টেকবুম -১১ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস