এক মাস ব্যাপী মার্কিন সরকার এবং ByteDance এর লড়াইয়ের পর এখন শুনা যাচ্ছে TikTok এর মার্কিন মালিকানা বিক্রি করতে হবে না।
সম্প্রতি Wall Street Journal এর রিপোর্ট বলছে মার্কিন সরকার আর ByteDance এর মধ্যে এমন আলোচনা হতে পারে যা TikTok এর মার্কিন মালিকানা সম্পূর্ণ বিক্রয় এড়াতে পারে।
ধারণা করা হচ্ছে নতুন আলোচনা যুক্তরাষ্ট্রের কোম্পানির কাছে TikTok বিক্রয়ের সকল জল্পনা কল্পনা বন্ধ করে দেবে।
চলমান বিভিন্ন বিতর্ক এবং যুক্তরাষ্ট্রে TikTok এর ব্যান ঠেকাতে এর প্রধান কোম্পানি ByteDance আগস্টে সিদ্ধান্ত নেয় তাদের যুক্তরাষ্ট্রের TikTok মালিকানা বিক্রি করে দেবে। প্রথম দিকে ট্রাম্প এই প্রস্তাবে রাজী না হলেও পরবর্তীতে যখন মাইক্রোসফট TikTok কেনার সিদ্ধান্ত নেয় তখন বিষয়টিতে মত দেন মার্কিন প্রেসিডেন্ট। একই সাথে ট্রাম্প TikTok বিক্রির সময়ও বেধে দেয়।
এই ধরনের চুক্তিতে TikTok এর মূল্য যখন ৩০ বিলিয়ন ডলারের কাছাকাছি তখন, চুক্তিতে এগিয়ে আসে, মাইক্রোসফট, Oracle এবং ByteDance এর বিভিন্ন বিনিয়োগকারী।
কোম্পানি গুলোর মধ্যে যখন কথা বার্তা চলছে এই সময় চীনের রপ্তানি আইনে বেশ পরিবর্তন আনা হয়। নতুন আইনে যুক্ত করা হয় বেশ কয়েকটি গাইড লাইন এর মধ্যে একটি ছিল টেক কোম্পানি গুলোর এলগোরিদম ব্যবহার। নতুন নিয়ম অনুযায়ী কোন কোম্পানি যদি নির্দিষ্ট এলগোরিদম সম্পর্কিত কোন চুক্তি করে তাহলে অবশ্যই এটা সরকার কর্তৃক অনুমোদিত হতে হবে।
এই যখন ছিল অবস্থা তখন Wall Street Journal বলছে মার্কিন সরকারের সাথে নতুন করে আলোচনা হবে ByteDance এর যাতে কিছুটা নমনীয়তা আসতে পারে আলোচিত এই চুক্তির।
-
টেকটিউনস টেকবুম -১১ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।