ইউরোপীয় টেক কোম্পানি গুলোতে বিনিয়োগ করা বিনিয়োগকারী ফার্ম, Dawn Capital তাদের বিনিয়োগ অব্যাহত রাখতে বৃহৎ তহবিল গঠন করেছে।
ডেটা, সিকিউরিটি, ফিনটেক, এবং এন্টারপ্রাইজ স্টার্ট-আপ গুলোতে বিনিয়োগ করার জন্য Dawn Capital, ৪০০ মিলিয়ন ডলারের ফান্ড গঠন করেছে।
লন্ডন ভিত্তিক এই Dawn Capital, ফার্মটির ছিল একাধিক ইউনিকর্ন পোর্টফলিও, এর মধ্যে একটি হচ্ছে ইমেইল সিকিউরিটি ফার্ম Mimecast যা ২০১৫ সালে পাবলিকে গিয়েছে, আরেকটি ছিল পেমেন্ট ফার্ম iZettle, যা ২০১৮ সালে ২.২ বিলিয়ন ডলার দিয়ে PayPal কিনে নেয়।
Dawn Capital এর বর্তমান ইউনিকর্ন স্টার্ট-আপ গুলো হচ্ছে ১ বিলিয়ন ডলার বাজার মূল্যায়নের ইন্টেলিজেন্স স্টার্ট-আপ Collibra এবং ২.৩ বিলিয়ন ডলার মূল্যায়নের AI স্টার্ট-আপ Dataiku।
Dawn Capital এর পার্টনার Evgenia Plotnikova এবং তার সহযোগীরা ইউরোপের এন্টারপ্রাইজ টেক সেক্টর নিয়ে বেশ আশাবাদী। ২০১৯ সালে এই সেক্টরটি ৭.৯ বিলিয়ন ডলার বিনিয়োগকে আকৃষ্ট করেছিল।
Evgenia Plotnikova, বলেছেন করোনা মহামারীতে অর্থনৈতিক ধাক্কাটিও এই খাতের সামগ্রিক প্রবৃদ্ধিকে প্রভাবিত করবে না।
Dawn Capital জানিয়েছে তারা প্রাথমিক পর্যায়ের B2B স্টার্ট-আপ গুলোতে ৫ মিলিয়ন বা ২০ মিলিয়ন ডলারের বিনিয়োগ চালিয়ে যাবে। Evgenia Plotnikova জানিয়েছেন ফার্মটি পূর্বের বিনিয়োগ কারী সহ মার্কিন যুক্তরাষ্ট্র এবং এশিয়ার নতুন বিনিয়োগ কারীদেরও আকর্ষণ করছে।
-
টেকটিউনস টেকবুম - ১০ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।