২০৪০ সালের মধ্যে Uber এর সকল গাড়ি হবে ইলেকট্রনিক, ড্রাইভাররা পাবে আর্থিক সহায়তা

গত মঙ্গলবার Uber ঘোষণা করেছে তারা ২০৪০ সালের মধ্যে তাদের সকল গাড়ি ইলেকট্রনিক করে ফেলবে। এবং ২০২৫ সালের মধ্যে ড্রাইভারদের গাড়ি পরিবর্তন করতে ৮, ০০০ মিলিয়ন ডলারের সহায়তা করবে। ড্রাইভাররা Uber এর সহায়তায় নির্দিষ্ট কোম্পানি থেকে গাড়ি কিনতে অথবা লিজ নিতে পারবে।

Uber একই সাথে General Motors, Renault, Nissan, এবং Mitsubishi alliance এর মত কোম্পানি গুলোর সাথে পার্টনারশিপ করবে বলেও জানিয়েছে।

Uber  জানিয়েছে ২০৩০ সালের মধ্যে United States, Canada and Europe এর মত জায়গা গুলোতে Uber গাড়ি থেকে কোন দূষণ হবে না।

বিভিন্ন পরিবেশবাদী গ্রুপ এবং অন্যান্য পক্ষে সমালোচনার পর Uber এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

Uber এর অন্যতম প্রতিদ্বন্দ্বী Lyft, ২০৩০ সালের মধ্যে তাদের সকল গাড়িকে ইলেকট্রনিক মাধ্যমে নিয়ে যাবার ঘোষণা দিলেও তারা ড্রাইভারদের সরাসরি আর্থিক সহায়তার ঘোষণা দেয় নি।

Uber বলেছে তাদের লক্ষ্য ইলেকট্রনিক কারের দাম কমিয়ে আনা, যেখানে বর্তমানে যেকোনো ইলেকট্রনিক কার বেশ ব্যয়বহুল।

মহামারীর আগে উবারে ইলেকট্রনিক কারের মাধ্যমে পুরো যুক্তরাষ্ট্রে রাইড হয়েছিল 0.15%।

Uber এই ধরনের সিদ্ধান্ত কার ইন্ডাস্ট্রিতে দারুণ পরিবর্তন আনতে পারে, ইতিমধ্যে গাড়ি উৎপাদন কোম্পানি গুলো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইলেকট্রনিক কার তৈরি করার জন্য।

জানা গেছে ড্রাইভারদের গাড়ি গুলোর চার্জিং সুবিধা প্রদান করার জন্য Uber ইতিমধ্যে BP, এবং EVgo এর মত চার্জিং কোম্পানি গুলোর সাথেও কাজ করছে।

-
টেকটিউনস টেকবুম - ১০ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস