ByteDance তার কর্মীদের বোনাস দেয়ার ঘোষণা দিয়েছে

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

TikTok এর প্রধান কোম্পানি ByteDance বিশ্বব্যাপী তার ৬, ০০০ এর বেশি কর্মীকে বোনাস দেয়ার ঘোষণা দিয়েছে।

Bloomberg এর রিপোর্ট অনুযায়ী ByteDance জানিয়েছে কর্মীরা তাদের বেতনের অর্ধেক বোনাস পাবে। বোনাস দেয়ার উদ্দেশ্য হচ্ছে, গত কয়েক মাস যাবত COVID-19 এবং পলিসি ইস্যু নিয়ে কর্মীরা যে লড়াই করেছে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা।

ByteDance এর মুখপাত্র Bloomberg এর এই রিপোর্টর সত্যতা নিশ্চিত করেছে এবং জানিয়েছে ByteDance এর CEO, Zhang Yiming পুরো কোম্পানিতেই এই ল্যাটার প্রেরণ করেছেন।

Zhang Yiming বলেন, "গত কয়েক মাস ধরে আমরা COVID-19 এবং বিশ্ব জুড়ে প্রাইভেসি এর চ্যালেঞ্জ মোকাবিলা করে এসেছি, সকলকে তাদের ডেডিকেশন এবং প্রচেস্টার ধন্যবাদ জানাতে চাই, আমরা সকল যোগ্য কর্মীদের জন্য ক্যাশ বোনাস ইস্যু করব"।

জানা গেছে ফুল-টাইম কর্মী যারা জুলাই থেকে আগস্ট পর্যন্ত কম পক্ষে ২৬ দিন কাজ করেছে তারা এই বোনাসের জন্য মনোনীত হবে।

এখানে উল্লেখ্য গত কয়েক মাস ধরে বেশ চাপে TikTok তথা ByteDance। এক দিকে বিশ্বজুড়ে মহামারী অন্য দিকে যুক্তরাষ্ট্রে TikTok বন্ধের হুমকি।

ভিডিও শেয়ারিং প্লাটফর্ম TikTok এর বিশাল ফ্যান-বেজ আছে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু ট্রাম্প সিকিউরিটি ইস্যুতে যুক্তরাষ্ট্রে বন্ধ করে দিতে চাচ্ছে সকল TikTok কার্যক্রম। আর এজন্যই ByteDance সিদ্ধান্ত নিয়েছে তাদের যুক্তরাষ্ট্রের মালিকানা কোন মার্কিন কোম্পানির কাছে বিক্রি করে দেবে।

চারদিকে এমন পরিস্থিতিতে কর্মীদের কাছের প্রতি উৎসাহিত করতেই ByteDance এই ধরনের বোনাসের ব্যবস্থা করছে। আশা করা যায় এটি বিশ্বজুড়ে TikTok এর কর্মীদের আনন্দের সাথে কাজ করতে উৎসাহিত করবে।

-
টেকটিউনস টেকবুম - ১০ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস