Joe Biden এর নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছে ১৫ বছর বয়সী ইন্সটাগ্রাম ইউজার

নির্বাচনী প্রচারণাকে আরও বেগবান করতে Biden Campaign, একটি Joe Biden ফ্যান ইন্সটাগ্রাম একাউন্ট নিজেদের করে নিয়েছে।

সম্প্রতি The Verge  রিপোর্ট করে Joe Biden এর নির্বাচনী প্রচারণা কর্তৃপক্ষ ১৫ বছর বয়সী এক ইউজারের তৈরি করা ইন্সটাগ্রাম একাউন্ট অফিসিয়াল ভাবে নিয়ে নিয়েছে। জানা গেছে একাউন্টটিতে ৮৫০০০ হাজার ফলোয়ার ছিল। একাউন্টটির ইউজার নেম ছিল @TeamJoeBiden।

একাউন্টটির নতুন ইউজার নেম দেয়া হয়েছে @VoteJoe এবং এখন পর্যন্ত এর ফলোয়ার দাঁড়িয়েছে ৯৪০০০ এর বেশি, একই সাথে একাউন্টটি ভেরিফাইডও করা হয়েছে। ১৫ বছর বয়সী সেই ইউজার এখন অফিসিয়াল ভাবে Joe Biden এর নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছে। সে পড়ার ফাকে ফাকে ইন্সটাগ্রামে Joe Biden এর জন্য কন্টেন্ট প্রকাশ করছে।

Biden campaign বলছে এই একাউন্টটিকে আরও সামনের দিকে এগিয়ে নেয়ার পরিকল্পনা আছে তাদের।

Sarah J. Galvez, বলছেন এই মহামারীতে ডিজিটাল বিজ্ঞাপণ এবং সোস্যাল মিডিয়া গুলোর মাধ্যমে নতুন করে ওয়ার্ড অফ মাউথ তৈরি করতে হবে।

-
টেকটিউনস টেকবুম - ১০ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস