সম্প্রতি ফেসবুকের নীতিকে সমালোচনা করে পদত্যাগ করেছেন ফেসবুক ইঞ্জিনিয়ার, Ashok Chandwaney।
ভুল এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে ফেসবুক ইঞ্জিনিয়ার Ashok Chandwaney তার পদ থেকে সরে গেছেন। পদত্যাগ করার পর তিনি এই সিদ্ধান্তের কারণও বর্ণনা করেন।
Ashok Chandwaney, জানান কয়েক মাস আগে ট্রাম্পের বিতর্কিত Post "when the looting starts, the shooting starts" এবং সম্প্রতি এক Militia গ্রুপের পেজ এবং ইভেন্ট ডিলিট করতেও ব্যর্থ হয়েছে ফেসবুক।
এখানে উল্লেখ্য, কেনোশার প্রতিবাদকে কেন্দ্র করে Kenosha Guard নামে একটি Militia গ্রুপ ফেসবুকে উত্তেজনা মূলক Post ছড়াতে থাকে। কেনোশা প্রতিবাদে দুইজন মানুষকে গুলি করে হত্যা করার আগে Kenosha Guard গ্রুপটি "call to arms" নামে একটি ইভেন্ট খুলে। তারা ইভেন্টের মাধ্যমে বিভিন্ন Post এ জানায়, "অস্ত্র হাতে নিয়ে আজ রাতে আমাদের শহরটিকে দুষ্টু গুণ্ডাদের হাত থেকে রক্ষা করুন"।
Post গুলো ফেসবুকে ছড়িয়ে পড়লে ফেসবুক ব্যবহারকারীরা Post গুলোর বিরুদ্ধে রিপোর্ট করে এবং সরিয়ে ফেলতে অনুরোধ জানায়। ফেসবুক প্রথম দিকে ইভেন্টি সরিয়ে ফেলেছে বললেও, BuzzFeed News জানায় ফেসবুক কর্তৃপক্ষ সেই পেজ বা ইভেন্ট ডিলিট করে নি, Kenosha Guard মডেরেটররাই সেই পেজ সরিয়ে ফেলেছিল।
একই ঘটনায় গত কয়েক মাসে ফেসবুক ছেড়েছে আরও তিন কর্মী।
Ashok Chandwaney ফেসবুক ছাড়া প্রসঙ্গে গত মঙ্গলবার একটি পাবলিক Post ও করে।
পদত্যাগ প্রসঙ্গে Business Insider কে দেয়া এক সাক্ষাৎকারে Ashok Chandwaney বলেন, ফেসবুক নিয়ে চারদিকে যে সমালোচনা শুরু হয়েছে তাতে আমি পদত্যাগ করতে বাধ্য হয়েছি।
তিনি আরও জানান, "আমি যে পদে ছিলাম সেখানে বছরের পর বছর হতাশা দেখার পর, এই ধরনের সিদ্ধান্ত নেয়া ছাড়া আর ভাল কোন পথ দেখতে পাই নি"।
ফেসবুকে বিতর্কিত Post সরানো নিয়ে Ashok Chandwaney, বলেন ফেসবুক সামাজিক মূল্যবোধ তৈরিতে ব্যর্থ হয়েছে।
-
টেকটিউনস টেকবুম - ১০ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।