রিমোট ওয়ার্ক নিয়ে সমালোচনা করেছেন Netflix এর প্রতিষ্ঠাতা

Netflix এর প্রতিষ্ঠাতা জানিয়েছেন বাড়ি থেকে কাজ করার ইতিবাচক কোন দিক নেই।

এর আগে Netflix প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা Reed Hastings বলেছিলেন কোম্পানিটির ৮৬০০ কর্মীকে অনুমোদিত ভ্যাক্সিন বের হবার আগে অফিসে ফিরে আসার দরকার নেই। একই সাথে তিনি বলেছিলেন, মহামারী চলে গেলেও কর্মীরা সপ্তাহের একদিন বাড়ি থেকে কাজ করবে।

সম্প্রতি Reed Hastings কে The Wall Street Journal এর একটি সাক্ষাৎকারে জিজ্ঞাস করা হয়, কর্মীরা বাড়িতে থেকে কাজ করায় তিনি এতে কোন উপকার দেখছেন কিনা। উত্তরে তিনি জানান, না আমি পজেটিভ কিছু দেখছি না। তিনি আরও জানান, "মানুষ জন আন্তর্জাতিক ভাবে এবং ব্যক্তিগত ভাবে মিলিত হতে পারছে না, এটা সম্পূর্ণ নেতিবাচক একটি বিষয়"।

একই সাথে শুনা যাচ্ছে যুক্তরাজ্য সরকারের নতুন একটি ক্যাম্পেইন কর্মীদের অফিসে ফিরে যেতে বলছে।

বর্তমানে বিশ্বজুড়ে ২০০ মিলিয়ন পরিবার Netflix ব্যবহার করছে। জানা গেছে এটি ইতিমধ্যে নিজস্ব সিরিজ, ডকুমেন্টারি, এবং সিনেমা নির্মাণ কাজ শুরু করে দিয়েছে।

এদিকে বেশির ভাগ টেক কোম্পানি বলছে তাদের কর্মীদের আর কখনো অফিসে ফিরে আসতে হবে না। টুইটার মে তে বলেছিল, স্টাফরা আজীবন বাড়িতে কাজ করতে পারবে। একই সাথে Fujitsu পরিকল্পনা করছিল কর্মীদের সারা জীবনের জন্য বাড়িতে কাজ করার সুযোগ দেবে। একই ভাবে ফেসবুক এবং গুগলও ঘোষণা দেয় অন্তত এ বছর কর্মীদের অফিসে ফিরতে হবে না।

-
টেকটিউনস টেকবুম - ৯ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস