প্রি-অর্ডার করা যাবে Iron Man এর মত এক্সোস্কেলটন গুলো

Sarcos Robotics তাদের Series C ফান্ডিং এ আরও ৪০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। যা দিয়ে কোম্পানিটি তাদের Iron Man এর মত রোবোটিক এক্সোস্কেলটন, Guardian XO, এর উৎপাদন বাড়াবে।

Crunchbase এর তথ্য অনুযায়ী Utah ভিত্তিক কোম্পানিটি ৯৬ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করেছে। জানা গেছে ২০ বছর ধরে বিকাশমান Sarcos Robotics এর Iron Man এর মত এক্সোস্কেলটনটি, বাণিজ্যিক ভাবে উৎপাদনে অর্থায়নটি ব্যবহৃত হবে।

Sarcos Robotics এর CEO, Ben Wolff জানায়, আমরা Autonomous Robots Artificial Intelligence প্লাটফর্মকে সাইবারনেটিক প্রশিক্ষণ দেওয়ানোর মাধ্যমে Guardian XO এর স্মার্ট ভার্সন ডেভেলপ করে যাচ্ছি। যাতে করে রোবট গুলো অপারেটরদের কাজ থেকে শিক্ষা নিয়ে নিজেরাই নির্দিষ্ট কাজ করতে পারবে।

Guardian XO, এক্সোস্কেলটন গুলো বর্তমানে প্রি-অর্ডারের জন্য প্রস্তুত। Sarcos Robotics আশা করছে তাদের এক্সোস্কেলটন গুলো উৎপাদন, সামরিক ও প্রতিরক্ষা, নির্মাণ এবং বিভিন্ন শিল্পে ব্যবহৃত হবে।

-
টেকটিউনস টেকবুম - ৯ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস