বিশেষজ্ঞরা বলছে TikTok তার এলগোরিদম ছাড়া TikTok হবে না

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

বিশেষজ্ঞরা বলছে, যদি কোন কোম্পানি TikTok কে তাদের Recommendation এলগোরিদম ছাড়া কিনে, তাহলে TikTok এর সেই এলগোরিদম কপি করতে যথেষ্ট বেগ পোহাতে হবে কোম্পানিকে।

চলমান বিভিন্ন বিতর্ক এবং যুক্তরাষ্ট্রে TikTok এর ব্যান ঠেকাতে এর প্রধান কোম্পানি ByteDance আগস্টে সিদ্ধান্ত নেয় তাদের যুক্তরাষ্ট্রের TikTok মালিকানা বিক্রি করে দেবে। প্রথম দিকে ট্রাম্প এই প্রস্তাবে রাজী না হলেও পরবর্তীতে যখন মাইক্রোসফট TikTok কেনার সিদ্ধান্ত নেয় তখন বিষয়টিতে মত দেন মার্কিন প্রেসিডেন্ট। একই সাথে ট্রাম্প TikTok বিক্রির সময়ও বেধে দেয়।

এই ধরনের চুক্তিতে TikTok এর মূল্য যখন ৩০ বিলিয়ন ডলারের কাছাকাছি তখন, চুক্তিতে এগিয়ে আসে, মাইক্রোসফট, Oracle এবং ByteDance এর বিভিন্ন বিনিয়োগকারী।

কোম্পানি গুলোর মধ্যে যখন কথা বার্তা চলছে এই সময় চীনের রপ্তানি আইনে বেশ পরিবর্তন আনা হয়। নতুন আইনে যুক্ত করা হয় বেশ কয়েকটি গাইড লাইন এর মধ্যে একটি ছিল টেক কোম্পানি গুলোর এলগোরিদম ব্যবহার। নতুন নিয়ম অনুযায়ী কোন কোম্পানি যদি নির্দিষ্ট এলগোরিদম সম্পর্কিত কোন চুক্তি করে তাহলে অবশ্যই এটা সরকার কর্তৃক অনুমোদিত হতে হবে।

নতুন এই নীতির জন্য TikTok এর চুক্তিটি ধীর হয়ে যায় কারণ উল্লেখিত এলগোরিদম TikTok ব্যবহার করছিল আর এর TikTok এর বিশাল সফলতা এই এলগোরিদমে জন্যই।

তো যুক্তরাষ্ট্রের কোম্পানি গুলোর দুটি পথ খুলা থেকে প্রথমত তাদের চুক্তি অনুমোদন করা, যা করতে গেলে হয়তো ট্রাম্পের বেধে দেয়া সময় অতিক্রান্ত হয়ে যেতে পারে। আরেকটি পথ ছিল Recommendation এলগোরিদম ছাড়াই TikTok কে কিনে নেয়া।

তবে বিশেষজ্ঞরা বলছে এলগোরিদম ছাড়া TikTok এর কোন ভ্যালুই থাকতে পারে না। TikTok নিয়ে গবেষণা করা Queensland University of Technology এর এক গবেষক বলেছেন, আমি ব্যক্তিগত ভাবে মনে করি TikTok তার এলগোরিদম ছাড়া TikTok হবে না।

TikTok এমন একটি Recommendation এলগোরিদম ব্যবহার করে যা ইউজারকে দারুণ অভিজ্ঞতা দেয় এবং এর জন্যই এটি এত জনপ্রিয়।

TikTok এর এই এলগোরিদমটি ডেভেলপ করা হয় ByteDance এর AI Lab এবং Peking University এর সহযোগিতায়। ByteDance এই এলগোরিদমের জন্য নিয়োগ করেছে বিশাল প্রকৌশল টিম।

TikTok এর ছাড়া একে কেনা প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছে যেকোনো কোম্পানির পক্ষে এই ধরনের একটি এলগোরিদম তৈরি করা মোটেও সহজ কাজ নয়।

TikTok এর এলগোরিদমটি এর মাসিক ৬০০ মিলিয়ন একটিভ ইউজারদের থেকে ট্রেনিং প্রাপ্ত যা নতুন করে যেকোনো কোম্পানির পক্ষে তৈরি করা অসম্ভব।

Oxford Internet Institute এর Nikita Aggarwal বলেন, আমি মনে করি TikTok এলগরিদমের যাদুটি নকল করা সম্ভব যদি কোম্পানি গুলো বিশাল ইউজারদের ডেটা গুলো আগে পায়, কিন্তু ডেটা দেয়ার জন্য আগে ByteDance কে রাজী থাকতে হবে।

এই যখন অবস্থা তখন আসলেই কি TikTok এর সাথে যুক্তরাষ্ট্রের কোন কোম্পানির চুক্তি হবে, নাকি এটি ব্যান করা হবে সেটাই এখন দেখার অপেক্ষা।

-
টেকটিউনস টেকবুম - ৯ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস