Epic Games কোম্পানি, 'Fortnite' গেমটিকে পুনরায় App Store এ ফিরিয়ে নিতে বাধ্য করার চেষ্টা করছে Apple কে।
সম্প্রতি Epic Games আদালতে কাগজ পত্র জমা দিয়েছে Apple এর বিরুদ্ধে। তাদের অভিযোগ আগস্ট থেকে তাদের App Store থেকে গেমটি সরিয়ে ফেলার পর Fortnite গেমটির ব্যবহারকারী হ্রাস পেয়েছে।
তাদের অভিযোগে Epic Games লেখে, App Store থেকে গেমটি সরিয়ে ফেলার পর Fortnite এর একটিভ ইউজার কমে গেছে ৬০% এর মত এবং Apple এর এই রকম আচরণ Fortnite কমিউনিটিকে ধ্বংস করে দেবে। তারা আরও জনায় Fortnite প্লেয়ারদের বড় অংশটিই iOS এর।
গেমটি ৩৫০ মিলিয়ন রেজিস্টার ইউজারের মধ্যে ১১৬ মিলিয়নই হচ্ছে iOS ইউজার। এছাড়া গেমটি Android, Xbox One, PlayStation 4, Nintendo Switch, এবং macOS এর মত ডিভাইস গুলোতেও খেলা যায়।
Epic Games জানায় তাদের একবছরের জন্য ব্যান করে দিয়েছে Apple যার মাধ্যমে তারা iOS ইউজার হারাবে যা কোম্পানিটির অপূরণীয় ক্ষতি করবে।
১৩ আগস্ট থেকে Apple এর সাথে ঝামেলায় জড়িয়েছিল Epic Games। যখন Epic Games তাদের Fortnite গেমের জন্য আলাদা পেমেন্ট মেথড রেখেছিল তখনই Apple এর সাথে এই ধরনের বিরোধ তৈরি হয়। Apple এর নিয়ম অনুযায়ী এর যেকোনো অ্যাপে নির্ধারিত পেমেন্ট সিস্টেম রাখতে হয় যাতে করে Apple, ১৫% থেকে ৩০% কমিশন পায়। Epic Games যখন Apple এর পেমেন্ট বাদ দিয়ে নিজস্ব পেমেন্ট কার্যকর করে তখনই Apple সিদ্ধান্ত নেয় তারা তাদের App Store থেকে Fortnite সরিয়ে ফেলবে।
এর আগে Spotify ও ইউরোপীয় ইউনিয়নে Apple এর বিরুদ্ধে একটি অভিযোগ এনেছিল যার জন্য তদন্তও করা হয়েছিল কোম্পানিটিকে।
-
টেকটিউনস টেকবুম - ৯ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।