সম্প্রতি রাশিয়ার এক হ্যকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ অভিযোগ আনে। অভিযোগে বলা হয় রাশিয়ান এক হ্যাকার যুক্তরাষ্ট্রে ভ্রমণ করে এবং একটি Nevada ভিত্তিক কোম্পানির কর্মীকে ১ মিলিয়ন ডলারের বিনিময়ে ম্যালওয়্যার ছড়ানোর প্রস্তাব দেয়।
Elon Musk একটি টুইটে নিশ্চিত করেছে Nevada ভিত্তিক কোম্পানিটি ছিল Tesla। যুক্তরাষ্ট্রে সরকারকে বিষয়টি পরিষ্কার করার জন্য ধন্যবাদও দিয়েছেন Elon Musk।
Tesla employee turns down $1 million, works with FBI, and helps thwart a planned cybersecurity attack on Giga Nevada https://t.co/PwIt7x35As
— TESLARATI (@Teslarati) August 27, 2020
FBI জানায় তারা Egor Igorevich নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে যে WhatsApp এর মাধ্যমে Tesla এর কর্মীকে ম্যানিপুলেট করতে চেয়েছিল।
জানা গেছে কয়েকটি মিটিংয়ের পর রাশিয়ার Egor Igorevich, Tesla কর্মীকে বলেছিল, সে রাশিয়ার একটি হ্যাকার গ্রুপের সাথে কাজ করে এবং চায় Tesla এর কর্মী তাদের ইন্টারনাল সিস্টেমে তার ম্যালওয়্যার ইন্সটল করুক। সে এই কাজটি কারার জন্য কর্মীকে ১ মিলিয়ন ডলারও অফার করে।
হ্যাকিংটির উদ্দেশ্য ছিল ইন্টারনাল সিস্টেমে প্রবেশ করে সেনসিটিভ ডেটা গুলো জব্দ করা এবং কয়েক বিলিয়ন ডলার দাবী করা।
কোর্ট ডকুমেন্টে জানা গেছে Egor Igorevich এর সাথে প্রথম মিটিং এর পরেই Tesla কর্মী বিষয়টি FBI এবং Tesla কে জানিয়ে দেয়। পরবর্তীতে Egor Igorevich কে গ্রেফতার করা হয়েছে এবং যদি অভিযোগ প্রমাণ হয় তাহলে Egor Igorevich এর পাঁচ বছরেরও বেশি জেল হতে পারে।
-
টেকটিউনস টেকবুম - ৮ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 470 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।