এবার TikTok ইউজাররা অন্যদের ভিডিও যুক্ত করতে পারবে নিজের ভিডিওতে।
TikTok নিয়ে এসেছে দারুণ এক ফিচার যা মাধ্যমে যেকোনো TikTok ইউজার অন্য কোন ক্লিপ থেকে ভিডিও এনে নিজের ভিডিওতে বসাতে পারবে।
ইউজারদের মধ্যে কমিউনিটি আরও বাড়াতেই TikTok নিয়ে এসেছে Stitch নামে এই ফিচার যেখানে ইউজাররা অন্য ক্রিয়েটরের ৫ সেকেন্ড ভিডিও ব্যবহার করতে পারবে নিজের ভিডিও তে।
এই Stitch ফিচারটি ব্যবহার করতে প্রথমে যেকোনো ভিডিও সিলেক্ট করতে হবে, এবার "Send to" তে ক্লিক করে নিচের পেজ থেকে Stitch সিলেক্ট করতে হবে এবং এখানে থেকে নির্দিষ্ট অংশ কেটে, নিজের ভিডিও টি রেকর্ড করে পাবলিশ করতে হবে। তবে ভিডিও পাবলিশ হবার পর এখানে আসল ক্রিয়েটরেরও নাম থাকবে।
কোন ইউজার যদি চায় সে তার ভিডিও Stitch করতে দেবে না তাহলে প্রোফাইল থেকে Privacy and Safety তে গিয়ে এই Stitch অপশনটি ডিজেবল করে দেয়া যাবে। কোন ভিডিও টিউন করার আগেও ইউজার সিদ্ধান্ত নিতে পারবে যে তার ভিডিওটি অন্য কেউ Stitch করতে পারবে কিনা।
TikTok এ আগে থেকে স্ক্রিন শেয়ার করে ভিডিও রেকর্ডিং করার সুবিধা থাকলেও, আশা করা যায় ফিচারটির মাধ্যমে ইউজারদের কমিউনিটি আরও বাড়ানো সম্ভব।
-
টেকটিউনস টেকবুম - ৮ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।