২০১৯ সালে প্রথম বারের মত ফেসবুক, Data Portability টুল চালু করে। যেখানে যুক্ত করা হয় ফেসবুকের ছবি এবং ভিডিও ট্রান্সফারের ব্যবস্থা। এর মাধ্যমে ইউজাররা নিরাপদে ছবি ভিডিও অন্য লোকেশনে স্থানান্তর করার সুযোগ পায়।
এর আগে এটি শুধু তে কাজ করতো Google Photos তে কিন্তু ফেসবুক সম্প্রতি ঘোষণা দিয়েছে এই টুলের মাধ্যমে ছবি পাঠানো যাবে Dropbox এবং Koofr এর মত স্টোরেজ গুলোতেও।
ফেসবুকের প্রাইভেসি পলিসি ডিরেক্টর Steve Satterfield, ঘোষণা দিয়েছে বর্তমানে টুলটি Dropbox এবং Koofr ও সাপোর্ট করবে। Dropbox এর সাথে মোটামুটি সবাই পরিচিত হলেও বেশির ভাগ মানুষ ইউরোপের এই Koofr স্টার্ট-আপটি চিনে না।
যেকোনো ফেসবুক ইউজার ডেক্সটপ ভার্সনের Settings> Your Facebook Information> Transfer a Copy of Your Photos or Videos গিয়ে ছবি এবং ভিডিও এর জন্য স্টোরেজ সিলেক্ট করে দিতে পারবে। সিকিউরিটির জন্য পাসওয়ার্ডটি পুনরায় লিখতে হতে পারে।
স্টোরেজ সিলেক্ট করার পর ইউজাররা চাইলে শুধু ফটো বা ভিডিও অথবা উভয়ই এক্সটারনাল স্টোরেজে স্থানান্তর করতে পারবে।
নতুন এই ফিচারের মাধ্যমে ফেসবুক ইউজার চাইলে তার ছবি গুলোর ব্যাক-আপ নিয়ে রাখতে পারবে। কেউ যদি ফেসবুক একাউন্ট ডিলিট করে দিতে চায় সেক্ষেত্রেও এই ফিচারটি দারুণ কাজে আসবে।
-
টেকটিউনস টেকবুম - ৮ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।