Movies Anywhere ইউজাররা এর নতুন Screen Pass ফিচারের মাধ্যমে মুভি কালেকশন শেয়ার করবে তার বন্ধুদের সাথে।
Movies Anywhere যুক্তরাষ্ট্রের এমন একটি প্ল্যাটফর্ম যা ইউজারের কেনা বিভিন্ন প্ল্যাটফর্মের মুভি গুলোকে একত্র করে। ভিন্ন ভিন্ন স্ট্রিমিং সাইট গুলোর মুভিকে এক জায়গায় নিয়ে আসতেই Movies Anywhere এর উৎপত্তি।
Disney এর মালিকানাধীন একটি প্ল্যাটফর্ম হচ্ছে এটি যা ভিন্ন নামে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটিকে একই সাথে অপারেটর করে Sony Pictures, Universal Pictures, Warner Bros এবং 20th Century Fox এর মত কোম্পানি গুলো। Amazon Video, Vudu, এবং Google এর মত প্ল্যাটফর্ম গুলোর সাথে কাজ করতে পারে Movies Anywhere। পছন্দ মত কালেকশন করে রাখলে Redirects হয়ে আসল প্ল্যাটফর্মের সাথে কানেক্ট হয়ে মুভি গুলো দেখায় Movies Anywhere।
মার্চ থেকে Movies Anywhere তাদের বেটা ভার্সন পরীক্ষা করার পর ফাইনালি চালু করেছে Screen Pass ফিচার।
TechCrunch এর তথ্য মতে এই মহামারীতে মানুষজন ঘরে বাসে বোরিং হওয়ার সময়টিতে এটি বেশ দরকার ছিল। Screen Pass এর মাধ্যমে যেকোনো ইউজার তার মুভির কালেকশন গুলো স্বল্প সময়ের জন্য শেয়ার করতে পারবে তার বন্ধুদের সাথে বা অন্য ব্যক্তির সাথে। এজন্য অপর ব্যক্তিকে কোন অর্থ প্রদান করতে হবে না।
টেক্সট মেসেজ, ইমেইল অথবা ভিন্ন কোন মাধ্যমে ইউজাররা তাদের বন্ধুদের ইনভাইটেশন লিংক পাঠাতে পারবে যা সাত দিন পর্যন্ত স্থায়ী থাকবে। অপর ব্যক্তির একাউন্ট না থাকলে লিংকের মাধ্যমে একাউন্ট খুলে নিতে পারবে এবং ১৪ দিন মুভি দেখতে পারবে।
যেকোনো মুভি শুরু করার পর ৭২ ঘণ্টা সময় থাকবে, এর পর এটি Expire হয়ে যাবে। প্রতিমাসে তিনটি ভিন্ন মুভি শেয়ার করা যাবে।
কোন ইউজারকে এই সুবিধাটি পেতে হলে তাকে আগে অবশ্যই যেকোনো অনলাইন মুভি রিটেইলারের কাছ থেকে আগে মুভি কিনতে হবে।
৮০% এর মত মুভি Movies Anywhere এর Screen Pass ফিচারের মাধ্যমে শেয়ার করা যাবে এবং দেখা যাবে।
Movies Anywhere এর মাধ্যমে অনলাইনে মুভি পার্টিরও আয়োজন করা যায়। এর Watch Together ফিচারের মাধ্যমে যেকোনো ইউজার একসাথে ভিন্ন ব্যক্তির সাথে অনলাইনে মুভি দেখতে পারবে। এই ফিচারটি অবশ্য বর্তমানে Facebook, Hulu, এবং Twitch এর মত প্ল্যাটফর্ম গুলোও দেয়।
তবে Movies Anywhere এর Screen Pass ফিচারটি আসলেও প্রশংসাযোগ্য কারণ এতে করে কোন ধরনের টাকা খরচ না করেও দেখে ফেলা যাবে নতুন নতুন সব মুভি।
-
টেকটিউনস টেকবুম - ৮ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।