LG, Air Purification কে নিয়ে গেছে অন্য উচ্চতায়। তৈরি করেছে ব্যাটারি চালিত, মানুষের ফেসের জন্য দারুণ এক মাস্ক।
IFA 2020 ইভেন্টে LG দেখিয়েছে, আসছে স্মার্ট হোম গুলো কেমন হতে যাচ্ছে, ভবিষ্যতে মানুষজন কি কি সুবিধা পাবে স্মার্ট ডিভাইস গুলো ব্যবহার করে। তারা তাদের কনফারেন্সে একই সাথে বিভিন্ন স্মার্ট ডিভাইসের সাথে প্রকাশ করেছে COVID-19 থেকে বাচারও কিছু ডিভাইস। তাদের প্রকাশিত প্রোডাক্ট গুলোর মধ্যে ছিল, PuriCare Wearable Air Purifier, ThinQ Home Concierge, LG Intelligent Sound System এবং ThinQ Home।
LG পরিচয় করিয়ে দিয়েছে তাদের ব্যাটারি চালিত Air Purifier এর সাথে যা মাস্কের মত মুখে পড়া যাবে এবং এর মাধ্যমে সামনের বাতাস পিউরিফাই হয়ে মুখে প্রবেশ করবে। এই অত্যাধুনিক মাস্কে যুক্ত করা হয়েছে একটি রিচার্জেবল ব্যাটারি এবং H13 HEPA ফিল্টার। ডিভাইসটির নাম দেয়া হয়েছে PuriCare।
PuriCare সহজেই ইউজারের শ্বাস প্যাটার্ন ডিটেক্ট করতে পারবে এবং সেই অনুযায়ী তার ভেতরের ফ্যান গুলো চালিত করবে। এতে দেয়া হয়েছে 820mAh ব্যাটারি। LG দাবী করছে একবার চার্জ দিলে প্রায় ৮ ঘণ্টা ব্যাকআপ পাওয়া যাবে।
এখানে একটি বিষয় লক্ষণীয়, LG কখনো দাবী করে নি এই PuriCare ডিভাইসটি মানুষের দেহে করোনা প্রবেশকে রোধ করতে পারে তবে LG জানিয়েছে বিশ্ব জুড়ে মানুষদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করেই তারা এটি তৈরি করেছে।
LG প্রকাশ করা দ্বিতীয় ডিভাইসটি ছিল LQ ThinQ Home Concierge। যা স্মার্ট হোমের ব্রেন হিসাবে কাজ করবে। এটি ইউজারের সকল স্মার্ট ডিভাইস গুলো একীভূত করতে সাহায্য করবে। এটি স্মার্ট টিভি, কম্পিউটার, স্মার্ট-ফোন সব কিছু কানেক্ট করতে পারবে।
এতে আরও আছে Air Filtration, Temperature Controls, Security Cycles সহ বিভিন্ন ফিচার।
আপনার সকল non-LG ডিভাইসও ইন্টিগ্রেট করতে পারবেন এখানে।
LQ ThinQ Home Concierge দেখতে একটি Smart Mirror এর মত।
তবে এখন পর্যন্ত জানায় নি কখন বাজারে আসবে এই স্মার্ট হোম ম্যানেজমেন্ট ডিভাইসটি। এর দামও এখনো প্রকাশ করে নি LG।
LG ঘোষণা দিয়েছে LG Intelligent Sound System এর। যার মাধ্যমে ইউজার মিউজিক শুনা থেকে শুরু করে যেকোনো সাউন্ডে পাবে ভিন্ন রকম অভিজ্ঞতা। ইউজাররা এই মাধ্যমে স্পিকার গুলো কনফিগারেশন করে নিতে পারবে একবারে নিজের মত করে। ইউজাররা চাইলেই Surround Sound কনফিগারেশন করেও সেরা মিউজিক অভিজ্ঞতা পাবে এর মাধ্যমে।
একই সাথে LG ঘোষণা করেছে তাদের LG ThinQ Home এর। LG ThinQ Home একটি পূর্ণ বাড়ির মডেল তৈরি করেছে। যেখানে চার তলায় যুক্ত করা হয়েছে LG স্মার্ট হোম টেকনোলজি। হোম গুলো এই মুহূর্তে আছে Seoul এবং South Korea এর মত জায়গায়। এর পুরো ধারণা পেতে ইউজাররা এই ভিডিওটি দেখতে পারে।
IFA 2020 ইভেন্টে, LG স্মার্ট হোম এবং ডিভাইসের প্রতি বেশি ফোকাস করেছে। আশা করা যায় ইউজাররা বরাবরের মত LG এর এই নতুন স্মার্ট ডিভাইস গুলোর মাধ্যমেও নিজের বসবাসকে আরও স্মার্ট এবং আরাম দায়ক করে তুলতে পারবে।
-
টেকটিউনস টেকবুম - ৮ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।