মাইক্রোসফট পুরোপুরি বাদ দিতে চলেছে Adobe Flash Player

সম্প্রতি জানা গেছে ২০২১ সালের দিকে মাইক্রোসফট পুরোপুরি বাদ দিতে চলেছে Adobe Flash Player।

আসছে ৩১ ডিসেম্বর অফিসিয়ালি বন্ধ হতে যাচ্ছে Adobe Flash Player। এটা অবাক করার মত কোন বিষয় না কারণ ২০১৭ সালেই এমন ঘোষণা এসেছিল Adobe Blog এ।

মাইক্রোসফট ও তাদের ব্লগে Flash ভিত্তিক রিসোর্স গুলো রিমুভের ঘোষণা দিয়েছে।

৩১ ডিসেম্বরের পর থেকে মাইক্রোসফট তাদের Edge Browser এবং Internet Explorer 11 এর জন্য Flash কে আর সাপোর্ট দিবে না। ডিফল্ট ভাবে ব্রাউজার গুলোতে Flash ডিজেবল করা থাকবে এবং জানা গেছে সামনের দিন গুলোতে Flash ব্লক করেও দিতে পারে মাইক্রোসফট।

মাইক্রোসফট, ২০২১ সালের শুরুতে উইন্ডোজ এর জন্য নতুন আপডেট নিয়ে আসবে যার নাম হবে "Update for Removal of Adobe Flash Player"। প্রথম দিকে এই আপডেটটি অপশনাল ডাউনলোড হিসেবে থাকবে পরবর্তী এটিকে Recommended Update করা হবে। তবে ইউজার একবার আপডেট দিয়ে দিলে কখনো এটি আর Revert হবে না।

২০২১ সালের এর দিকে মাইক্রোসফট আরেকটি আপডেট নিয়ে আসবে যার মাধ্যমে তাদের Edge Browser এবং Internet Explorer 11 এর সকল Flash কম্পাউন্ট গুলো সরিয়ে ফেলা হবে।

তবে এই ধরনের ঘোষণা অনেক Flash গেম লাভারদের জন্য কিছুটা দুঃখজনক হতে পারে। Flash পুরোপুরি রিমুভ করে এই জায়গায় মাইক্রোসফট নতুন কোন প্রযুক্তি নিয়ে আসে এটাই এখন দেখার বিষয়।

-
টেকটিউনস টেকবুম - ৮ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস