এই IFA 2020 ইভেন্টে Realme ঘোষণা দিয়েছে তাদের নতুন ফোন, স্মার্ট ওয়াচ এবং অন্যান্য স্মার্ট ডিভাইসের।
এই ইভেন্টে Realme ইউরোপের বাজারের জন্য তাদের স্মার্ট-ফোন ঘোষণা করার পাশাপাশি, ঘোষণা দিয়েছে নতুন Watch S Pro, Buds Air Pro, এবং Buds Wireless Pro এর।
Realme ঘোষণা দিয়েছে তাদের Realme X7 এবং X7 ফোনের। যা ইউরোপের বাজারে ২০২০ সালের চতুর্থ কোয়ার্টারের রিলিজ করা হবে। ফোনগুলো ইতিমধ্যে চীনা বাজারে লঞ্চ করা হয়েছে।
ফোন গুলোতে দেয়া হয়েছে 65W Charging, 5G, 64MP Quad Rear ক্যামেরা ইত্যাদি। Realme X7 Pro ফোনে থাকবে 120Hz Refresh Rate ডিসপ্লে, 4, 500mAh ব্যাটারি এবং MediaTek Dimensity 1000 Plus Chipset।
তবে এখন পর্যন্ত ইউরোপের বাজারের জন্য ফোন গুলোর দাম জানায় নি কোম্পানিটি।
বাজেটের কথা চিন্তা করে একই সাথে Realme ইউরোপে বাজারে ঘোষণা করেছে Realme V3 এবং Realme V5 নামে আরও দুটি বাজেট ফ্রেন্ডলি ফোন। দুটি ফোনেই দেয়া হয়েছে 5, 000mAh ব্যাটারি এবং Dimensity 720 Processor।
Realme V5 ফোনে দেয়া হয়েছে 90Hz Refresh Rate এবং FHD+ Resolution এর ডিসপ্লে। যাতে থাকবে Quad Rear ক্যামেরা এবং 16MP সেলফি ক্যামেরা।
অন্যদিকে Realme V3 ডিভাইসে দেয়া হয়েছে 60Hz Refresh Rate এবং HD+ Resolution এর ডিসপ্লে। এতে রাখা হয়েছে কম রেজুলেশনের Triple Rear Camera সেটআপ।
জানা গেছে আসছে দিন গুলোতে Realme 7 এবং Narzo 20 series এর ফোন গুলোও ইউরোপের বাজারে আসতে যাচ্ছে।
ফোনের পাশাপাশি Realme ঘোষণা দিয়েছে Realme Watch S Pro এর। কোম্পানি তাদের স্মার্ট ওয়াচ এর বেশি তথ্য দেয় নি তবে জানা গেছে এতে থাকবে AMOLED ডিসপ্লে।
চতুর্থ কোয়ার্টারে ইউরোপের বাজারে আসবে Realme Watch S Pro।
কোম্পানি একই সাথে প্রকাশ করেছে Realme Buds Air Pro। যার ডিজাইন Apple এর EarPods এর মত। প্রিমিয়াম Realme Buds Air Pro এ থাকবে Noise Cancellation ফিচার সহ আরও বেশ কিছু ফিচার।
এটিও চতুর্থ কোয়ার্টারে ইউরোপের বাজারে আসতে চলেছে।
একই সাথে Realme প্রকাশ করেছে Realme Buds Wireless Pro যাতে প্রযুক্তি দেয়া হয় নি True-wireless Technology ব্যবহার করা হয়েছে গতানুগতিক ব্লুটুথ সিস্টেম। যা খুব তাড়াতাড়ি বাজারে আসবে তবে কখন আসবে সেটা এখনো পরিষ্কার নয়।
এই ডিভাইস গুলো ছাড়াও IFA 2020 ইভেন্টে Realme প্রকাশ করেছে Realme Smart Bulb, Realme Smart Cam 360 Home Security Camera, এবং Realme 55-inch Smart TV। যেগুলো পরবর্তী বছর ইউরোপীয় বাজারে লঞ্চ করা হবে।
-
টেকটিউনস টেকবুম - ৮ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।