Neato বাজারে আনতে যাচ্ছে দারুণ স্বয়ংক্রিয় Vacuum Cleaner

IFA 2020 ইভেন্টে Neato প্রকাশ করেছে তাদের স্বয়ংক্রিয় Vacuum Cleaner।

Neato এর CEO, Thomas Nedder, IFA 2020, ইভেন্টে তাদের স্বয়ংক্রিয় Vacuum Cleaner এর ঘোষণা দিয়েছেন। তিনি উন্মুক্ত করেছেন Vacuum Cleaner এর তিনটি মডেল। মডেল গুলো হল, D10, D9, এবং D8।

সব গুলো ক্লিনারকে দেয়া হয়েছে "D" এর মত আকৃতি যা অন্য অটোমেটিক ক্লিনারে দেখা যায় না।

ইউজাররে প্রাইভেসিকে সম্মান করে বানানো হয়েছে Neato এর স্মার্ট ক্লিনার গুলো। যেখানে অন্য ক্লিনার গুলো কাজ করার সময় সামনের বাধা এড়ানোর জন্য ছবি তুলে সেখানে Neato এর স্মার্ট ক্লিনারে রাখা হয় নি এমন কোন ফিচার। যাতে ইউজারকে তাদের ব্যক্তিগত ছবি ক্লাউডে আপলোড হয়ে যাওয়া নিয়ে ভয়ে থাকতে হবে না।

ক্লিনার গুলোতে দেয়া হয়েছে LaserSmart টেকনোলজি যার মাধ্যমে ছবি তুলা ছাড়াই এটি সামনের বাধা প্রদানকারী বস্তু ডিটেক্ট করতে পারবে। মজার ব্যাপার হল এটি অন্ধকারেও কাজ করতে পারবে।

এর দারুণ LaserSmart টেকনোলজিটি সামনের বাধা প্রদানকারী বস্তু  পেলে তা রোবটকে জানাবে এবং সেই তথ্য অনুযায়ী সিদ্ধান্ত নেবে রোবট। এটির নিচে পড়ে যাওয়ার সেন্সও রয়েছে, এখন ইউজারকে তাদের ক্লিনার সিঁড়ি থেকে পড়ে যাবে কিনা সেই টেনশন করতে হবে।

Neato অ্যাপ এর মাধ্যমে রোবোটকে কমান্ড দেয়া যাবে ঘরের কোন অংশ পরিষ্কার করবে না কোন অংশ পরিষ্কার করবে না।

এর D10 এ দেয়া হয়েছে HEPA (High-efficiency Particulate Air) ফিল্টার।

এতে LaserSmart এর সাথে দেয়া হয়েছে LiDAR (Light Detection and Ranging) প্রযুক্তি যার মাধ্যমে ডিভাইসটির স্ক্যান ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে Vacuum Cleaner টি আশেপাশের এরিয়া ম্যাপ করতে পারে এবং ঘরের একটি 3D মডেল তৈরি করে নিতে পারে।

একবার চার্জ দিলে D10 মডেলের ক্লিনারটি, ১৫০ মিনিটের মত কাজ করতে পারে। তার মানে ইউজাররা ২ ঘণ্টার বেশি সময় এটি দিয়ে কাজ করাতে পারবে।

স্বয়ংক্রিয় Vacuum Cleaner এর আরও দুটি মডেল ছিল D8 এবং  D9। তবে D9 মডেল HEPA ফিল্টার দেয়া হয় নি এছাড়া বাকি ফিচার গুলো আগেরটির মতই। এই মডেলটি কাজ করতে পারে ১২০ মিনিট।

সর্বশেষ Vacuum Cleaner এর D8 মডেলটি বাতাস ক্লিন করার জন্য স্ট্যান্ডার্ড একটি ফিল্টার ব্যবহার করে। এই ডিভাইসটি একবার চার্জ দিলে কাজ করতে পারে টানা ৯০ মিনিট।

এখনো ক্লিনার গুলোর মূল্য নির্ধারণ করে নি তবে জানা গেছে রোবট গুলো ২০২০ সালের Fall এর দিকে আমেরিকা এবং ইউরোপের বাজার গুলোতে আসতে পারে।

-
টেকটিউনস টেকবুম - ৮ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস