এবার ডেভেলপাররা রেজিস্ট্রেশন করতে পারবে Microsoft Ignite 2020 ইভেন্টে।
এই মহামারীতে মাইক্রোসফট সিদ্ধান্ত নেয় তারা তাদের Microsoft Ignite ইভেন্ট অনলাইনে আয়োজন করবে। আর এখন মাইক্রোসফট তাদের ইভেন্টের প্রথম হাফের জন্য রেজিস্ট্রেশন ওপেন করেছে আর রেজিস্ট্রেশন করা যাবে সম্পূর্ণ ফ্রিতে।
মাইক্রোসফটে একটি বড় ইভেন্ট হচ্ছে Microsoft Ignite। যেখানে যে সমস্ত ডেভেলপার মাইক্রোসফটের হয়ে কাজ করে তারা অংশ গ্রহণ করে। মাইক্রোসফটের বার্ষিক একটা কনফারেন্স এটি যা সকল ডেভেলপারদের মিলন মেলায় পরিণত হয়।
ইভেন্টটি অনলাইন হবে বলে একে দুই ভাগে ভাগ করা হয়েছে যার প্রথম টি অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর অন্যটি হবে ২০২১ সালের দিক।
মাইক্রোসফট তাদের ইভেন্টের প্রথম হাফের জন্য রেজিস্ট্রেশন চালু করেছে। ডেভেলপাররা Microsoft Ignite ওয়েব সাইটে গিয়ে "Register now" এ ক্লিক করে রেজিস্ট্রেশনের কাজ শুরু করতে পারবে। রেজিস্ট্রেশন করার মাধ্যমে রেজিস্ট্রেশনকারীরা নিজের ঘরে বসেই ইভেন্টের অনলাইন সেশনে অংশ নিতে পারবে।
তবে এই রেজিস্ট্রেশনটি শুধুমাত্র প্রথম হাফের, পরবর্তী ইভেন্টের রেজিস্ট্রেশন জানতে অবশ্যই এর Microsoft Ignite ওয়েবসাইটে চোখ রাখতে হবে।
কোন ডেভেলপার যারা মাইক্রোসফট এর টুল ব্যবহার করে তারা রেজিস্ট্রেশন করে যুক্ত হতে পারে গুরুত্বপূর্ণ এই ইভেন্টে যেখানে এক্সপার্টদের কাছ থেকে শেখা যাবে অনেক কিছু।
মাইক্রোসফট প্রোগ্রামারদের জন্য বলতে গেলে অনেক কিছুই করছে, যেখানে মাইক্রোসফট ফ্রিতে ব্যবহার করতে দিচ্ছে তাদের প্রোগ্রামিং টুল।
-
টেকটিউনস টেকবুম - ৮ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।