Qualcomm প্রথম বারের মত নিয়ে আসছে 5G ল্যাপটপ

IFA 2020, ইভেন্টে Qualcomm লঞ্চ করেছে তাদের প্রথম Snapdragon 5G ল্যাপটপ।

ইতিমধ্যে অনেকেই জানে Snapdragon 865 এবং 865+ এর চিপ গুলোতে Sub-6 এবং mmWave 5G Spectrum সাপোর্ট করে। কিন্তু আশ্চর্যজনক ভাবে Qualcomm ঘোষণা করেছে এর Series-4 চিপেও 5G সাপোর্ট করবে।

Snapdragon Series-4 চিপ গুলো সাধারণত ব্যবহার করা হয় বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ডিভাইস গুলোতে এবং বিলিয়ন সংখ্যক ইউজার কাভার করে এই সেক্টরটি। যেহেতু Europe, Asia, এবং South America এর মত লোকেশন গুলোতে 5G Spectrum বিক্রি হবে সুতরাং এখানে বাজেট 5G কানেক্টিভিটি বেশ লোভনীয় হতে যাচ্ছে।

Qualcomm আশা করছে, OPPO, Motorola, এবং Xiaomi এর মত ফোন কোম্পানি গুলো তাদের ২০২১ সালের শুরুতে নিয়ে আসা ফোন গুলোতে Snapdragon Series-4 ব্যবহার করবে।

একই সাথে Qualcomm ঘোষণা দিয়েছে তারা তাদের Earbuds এর জন্য নিয়ে এসেছে Adaptive Active Noise Cancellation (AANC) টেকনোলজি। একই সাথে নিশ্চিত করেছে QCC514x  চিপ গুলোতে ANC এনেভলের আপডেট আসবে। Qualcomm আরও দাবী করে ওপেন Earbuds গুলোতেও এই ANC প্রযুক্তি সাপোর্ট করবে।

Qualcomm এর সবচেয়ে বড় ঘোষণাটি ছিল 8CX Gen 2 5G Chip আপগ্রেড করা এবং মাইক্রোসফট এর সাথে পার্টনারশিপ। 8CX Gen 2 5G Chip এর মধ্যে  একই সাথে  Wi-Fi 6. এবং 5G spectrums সাপোর্ট করবে।

8CX Gen 2 5G আসবে 64-bit Octa-core CPU এর সাথে যা 10th-gen Core i5 CPU থেকে ১৫% বেশি ভাল পারফরম্যান্স দেবে।

8CX Gen 2 চিপ এক সাথে দুটি 4K মনিটরে প্রতি সেকেন্ডে 60 Frame আউটপুট দিতে পারবে।  32-Megapixel ওয়েবক্যাম এর সাথে সাপোর্ট করবে  HDR Streaming এবং Playback।

Qualcomm এবং মাইক্রোসফট এর সহযোগিতায় Acer প্রথম বারের মত ঘোষণা করেছে তাদের 5G Snapdragon 8CX Processor ল্যাপটপের। যা Acer এর  প্রথম 5G সাপোর্ট ল্যাপটপ। ল্যাপটপটির নাম Acer Spin 7

IFA ইভেন্টে গ্রাহকদের জন্য সবচেয়ে ভাল সংবাদ ছিল Qualcomm এর গুলো। যেখানে ইউজাররা পাচ্ছে 5G কানেকশনে আরও দ্রুত নেটওয়ার্কিং, আরও দ্রুত ডেটা প্রসেসিং এবং দারুণ ব্যাটারি ব্যাকআপ ডিভাইস।

-
টেকটিউনস টেকবুম - ৭ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 472 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস