স্বল্প মূল্যে TLC, বাজারে আনতে যাচ্ছে 10 TABMAX এবং 10 TABMID অ্যান্ড্রয়েড ট্যাবলেট।
IFA 2020, ইভেন্টে TLC পরিচয় করিয়ে দিয়েছে তাদের দুটি দারুণ ট্যাবলেট 10 TABMAX এবং 10 TABMID এর সাথে। জানা গেছে দারুণ কনফিগারেশনের ট্যাবলেট দুটির দামও রাখা হবে লাগালের মধ্যে।
TCL 10 TABMAX ট্যাবলেটে দেয়া হয়েছে 2, 000x1, 200 রিজুলেশনের 10.36-inch ডিসপ্লে। TLC এখনো এর প্রসেসরের নাম উল্লেখ করে নি তবে জানিয়েছে এতে থাকবে Octa-core Chip। কোম্পানি জানিয়েছে ট্যাবলেটে দেয়া হবে 64GB স্টোরেজ, 4GB RAM, 13MP Rear Camera, এবং 8MP Front-Facing Camera এবং 8, 000mAh ব্যাটারি।
জানা গেছে ইউরোপের বাজারে আসতে চলেছে TABMAX, যার Wifi ভার্সনের দাম নির্ধারণ করা হয়েছে ২৯০ ডলার এবং 4G ভার্সনের দাম রাখা হয়েছে ৩৪৮ ডলার। এটি বাজারে আসবে ২০২০ সালের চতুর্থ কোয়ার্টারে।
অন্যদিকে 10 TABMID ট্যাবলেটে থাকবে 8-inch FHD IPS Display। কোম্পানি জানিয়েছে এতে দেয়া হয়েছে Qualcomm Snapdragon 665 processor। একই সাথে এ রাখা হয়েছে 5MP Front-Facing ক্যামেরা এবং 8MP Rear-Facing ল্যান্স।
TABMAX এর মতই এই 10 TABMID ট্যাবলেটও আসবে ২০২০ সালের চতুর্থ কোয়ার্টারে। এর শুধুমাত্র 4G মডেল পাওয়া যাবে এবং বাজার মূল্য হবে ২২৯ ডলার।
দুটি ট্যাবলেটেই দেয়া হয়েছে 18W Fast-Charging এবং এতে আছে Kids Mode যা শিশুদের জন্য বেশ উপকারী হবে।
দুটি ট্যাবলেট ছাড়াও আরও দুটি ডিভাইসের ঘোষণা দিয়েছে TLC। TLC জানিয়েছে তারা আনতে যাচ্ছে একটি S200 Earbuds এবং Smartwatch।
Earbuds এ রাখা হয়েছে Google Fast Pair 2.0 এবং IP54 Water Resistance। Earbuds টি প্লেব্যাক দেবে টানা সাড়ে তিনটা। এর বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১১৫ ডলার।
একই সাথে এর Smartwatch এ থাকবে 320x260 রেজুলেশনের 1.41-inch AMOLED display। এতে দেয়া হয়েছে Snapdragon Wear 2500 Chipset। জানা গেছে এটি TLC এর নিজস্ব অপারেটিং সিস্টেমে চলবে। Smartwatch টি দাম নির্ধারণ করা হয়েছে ২৬৭ ডলার যা এবছরের Fall এর দিকে উত্তর আমেরিকা এবং ইউরোপের বাজারে পাওয়া যাবে।
-
টেকটিউনস টেকবুম - ৭ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।