বেশির ভাগ মানুষের মতে, গত কয়েকমাস ধরে বাড়িতে স্বাভাবিকের চেয়ে বেশি কফি তৈরি করা হচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে কফি-শপ মানের Frothed Milk। বাসায় কফি তৈরি করা হলেও এটিতে কফি-শপ এর স্বাদ পাওয়া যাচ্ছে না।
আর এর সমাধান নিয়ে এসেছে হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড Miele। সম্প্রতি Miele, IFA 2020 ইভেন্টে প্রকাশ করেছে তাদের সর্বশেষ Bean-to-cup কফি মেশিন CM6 MilkPerfection। যা বিশ্বব্যাপী কফি লাভারদের দিতে পারবে সেই পরিচিত কফি অভিজ্ঞতা।
অধিকাংশ লোকেরা যখন Espresso বা Americano পছন্দ করেন তখন বিশাল সংখ্যক কফি পানকারীরা প্রতিদিনের মিশ্রণে কিছুটা দুধ পছন্দ করে। নিখুঁত কফির জন্য সঠিক পরিমাণে যে তাপ আর ফোম তৈরি করতে হয় তার জন্য কফি-শপ গুলোতে হাই এন্ড সরঞ্জাম থাকলেও বাসাতে এই সুবিধা পাওয়া যায় না।
কিন্তু CM6 MilkPerfection এর গ্রাহকরা মাধ্যমে বাসায় পাবে কফি-শপের কফির স্বাদ। কফি মেশিনটি ইউজারকে কফি তৈরিতে দেবে দারুণ এক অভিজ্ঞতা। CM6 MilkPerfection এর মাধ্যমে কফি লাভাররা কফির সাথে দুধের স্বাদ ও যুক্ত করতে পারে। এটি দুধের তাপমাত্রা বাড়িয়ে হালকা ফ্রোথ টেক্সচার তৈরি করতে পারে।
মেশিনটির মাধ্যমে তৈরি করা যাবে বিভিন্ন ধরনের পানীয়। যেখানে আছে ১৮ টি Presets। লিস্টের মাধ্যমে সব গুলো মান দেখা যাবে, প্রথম দিকেই আছে এস্প্রেসো ম্যাকিয়াটো এবং চা বানানোর প্রোফাইল। প্রতিটি প্রোফাইলে দেয়া আছে নির্দিষ্ট পানির পরিমাণ, তাপমাত্রা ইত্যাদি। নির্দিষ্ট বোতমে চাপ দিয়েই তৈরি করা যাবে নিখুঁত কফি।
এই Bean-to-cup কফি মেশিন CM6 MilkPerfection কে ইন্টারনেট যুক্ত বিভিন্ন স্মার্ট ডিভাইসের সাথে যুক্ত করারও সুযোগ দিয়েছে Miele যেমন, এর ফোন অ্যাপের মাধ্যমে মেশিনের বিভিন্ন স্ট্যাটাস দেখা যাবে, রিমোটলি কফি তৈরি করা যাবে এবং পারসোনালাইজড সেটিং গুলোও পরিবর্তন করা যাবে। একই সাথে ডিভাইসটিকে যুক্ত করা যাবে Alexa এর সাথে যার মাধ্যমে ভয়েস টিউমেন্টের মাধ্যমে কফি তৈরি করাতে পারবে একজন ইউজার।
এখন পর্যন্ত বাজাতে আসে নি CM6 MilkPerfection কফি মেশিনটি। আশা করা যায় সেপ্টেম্বরের পরে এটি বাজারে আসতে পারে। দাম নিয়ে এখনো কোন কিছু জানায় নি। তবে Miele এর অন্য মেশিন গুলোর সাথে তুলনা করলে ধারণা করা যায় এর দাম হতে পারে ১৫০০ ডলারের কাছাকাছি।
জানা গেছে CM6 MilkPerfection আসবে সাতটি কালারে, তাদের উল্লেখিত কালার গুলো হল, Lotus white, Obsidian black, CleanSteelMetallic, এবং Graphite grey PearlFinish।
-
টেকটিউনস টেকবুম - ৭ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।